Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

কেমন কাটল তারকাদের লক্ষ্মীপুজো, দেখুন ঝলক

তারকাদের লক্ষী পুজো কেমন কাটল, দেখে নিন এক ঝলক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৫:১৮
Share: Save:
০১ ১৮
‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে’। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায় সামিল হন সাধারণ গৃহস্থ থেকে বিশিষ্টরা, প্রত্যেকেই। পরিবার-সংসারের সুখসমৃদ্ধি আর ধনদৌলত কামনায় বাড়িতে লক্ষ্মীপুজোর সেই আয়োজনে এ বছর কী ভাবে মাতলেন টলিউডের লক্ষ্মীমন্ত তারকারা? দেখুন তারই এক ঝলক।  

‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে’। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায় সামিল হন সাধারণ গৃহস্থ থেকে বিশিষ্টরা, প্রত্যেকেই। পরিবার-সংসারের সুখসমৃদ্ধি আর ধনদৌলত কামনায় বাড়িতে লক্ষ্মীপুজোর সেই আয়োজনে এ বছর কী ভাবে মাতলেন টলিউডের লক্ষ্মীমন্ত তারকারা? দেখুন তারই এক ঝলক।  

০২ ১৮
পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করেছেন নিজের হাতে। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এ বছর লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পুজোর ও পরিবারের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করেছেন নিজের হাতে। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এ বছর লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পুজোর ও পরিবারের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

০৩ ১৮
প্রতি বছর লক্ষ্মীপুজোয় বেশ বড়সড় আয়োজন করেন অর্পিতা চট্টোপাধ্যায়। করোনা আবহে এ বার সব কিছুতেই বাধা। তাই ছোট্ট আয়োজনে, সাধারণ ঘরোয়া সাজে নিজের দায়িত্ব সামলে নিলেন গৃহলক্ষ্মী।

প্রতি বছর লক্ষ্মীপুজোয় বেশ বড়সড় আয়োজন করেন অর্পিতা চট্টোপাধ্যায়। করোনা আবহে এ বার সব কিছুতেই বাধা। তাই ছোট্ট আয়োজনে, সাধারণ ঘরোয়া সাজে নিজের দায়িত্ব সামলে নিলেন গৃহলক্ষ্মী।

০৪ ১৮
অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী কোজাগরী লক্ষীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন তার ইনস্টাগ্রাম-বার্তায়। দেবী লক্ষ্মীর আরাধনায় যাতে কোথাও কোনও ত্রুটি না থাকে, তাই যাবতীয় আয়োজন করেছেন একা হাতেই। শাড়ি-গয়নায় ঝলমলে কন্যে যেন নিজেই জ্যান্ত লক্ষ্মী!

অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী কোজাগরী লক্ষীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন তার ইনস্টাগ্রাম-বার্তায়। দেবী লক্ষ্মীর আরাধনায় যাতে কোথাও কোনও ত্রুটি না থাকে, তাই যাবতীয় আয়োজন করেছেন একা হাতেই। শাড়ি-গয়নায় ঝলমলে কন্যে যেন নিজেই জ্যান্ত লক্ষ্মী!

০৫ ১৮
সাহেব চট্টোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপুজোর বয়স একশো পেরিয়েছে। রুপোর কুনকেতে নতুন ধান ভরে, লাল চেলিতে গাছকৌটো মুড়ে দেবীর রূপ কল্পনা করেই পুজো হয় এ বাড়িতে। অন্যান্য বছর পুজোয় ইন্ডাস্ট্রির এবং পাড়ার বন্ধুবান্ধব অনেকেই আসেন বাড়িতে। করোনাকালে সব মাটি!

সাহেব চট্টোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপুজোর বয়স একশো পেরিয়েছে। রুপোর কুনকেতে নতুন ধান ভরে, লাল চেলিতে গাছকৌটো মুড়ে দেবীর রূপ কল্পনা করেই পুজো হয় এ বাড়িতে। অন্যান্য বছর পুজোয় ইন্ডাস্ট্রির এবং পাড়ার বন্ধুবান্ধব অনেকেই আসেন বাড়িতে। করোনাকালে সব মাটি!

০৬ ১৮
লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ- একেবারে লক্ষ্মীমন্ত সাজে নেটিজেনদের দেখা দিলেন তণ্বী অভিনেত্রী ঈশা সাহা। চিরন্তনী বঙ্গনারীর রূপে দেখাচ্ছেও ভারী সুন্দর।

লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ- একেবারে লক্ষ্মীমন্ত সাজে নেটিজেনদের দেখা দিলেন তণ্বী অভিনেত্রী ঈশা সাহা। চিরন্তনী বঙ্গনারীর রূপে দেখাচ্ছেও ভারী সুন্দর।

০৭ ১৮
দিদা মারা যাওয়ার পরে বন্ধ ছিল বাড়ির পুজো। গত বছর থেকে নিজের বাড়িতে ফের লক্ষ্মীপুজো শুরু করেন ঋতাভরী চক্রবর্তী। পুজোর জোগাড় সবটাই নিষ্ঠা ভরে নিজেই করেন। এ বছর আনন্দ ভাগ করে নিলেন মা, দিদি এবং তাঁর কাছের আত্মীয়স্বজনদের সঙ্গেই।

দিদা মারা যাওয়ার পরে বন্ধ ছিল বাড়ির পুজো। গত বছর থেকে নিজের বাড়িতে ফের লক্ষ্মীপুজো শুরু করেন ঋতাভরী চক্রবর্তী। পুজোর জোগাড় সবটাই নিষ্ঠা ভরে নিজেই করেন। এ বছর আনন্দ ভাগ করে নিলেন মা, দিদি এবং তাঁর কাছের আত্মীয়স্বজনদের সঙ্গেই।

০৮ ১৮
কখনও নারকেল কোরাচ্ছেন, কখনও বা জোগাড় করছেন পুজোর উপচার- সবটাই একা হাতে। লাল শাড়িতে ঘরের লক্ষীটি যেন। প্রতি বছরের মতো এ বারও চেনা ছবি টেলিপর্দার পরিচিত মুখ সোনালী চৌধুরীর বাড়িতে।

কখনও নারকেল কোরাচ্ছেন, কখনও বা জোগাড় করছেন পুজোর উপচার- সবটাই একা হাতে। লাল শাড়িতে ঘরের লক্ষীটি যেন। প্রতি বছরের মতো এ বারও চেনা ছবি টেলিপর্দার পরিচিত মুখ সোনালী চৌধুরীর বাড়িতে।

০৯ ১৮
টুকটুকে লাল শাড়ি আর লাল টিপে অপরূপা টেলিপর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। তাঁর মিষ্টি হাসি সকলের মন কেড়ে নেবেই। বড্ড লক্ষ্মী মেয়ে যে আমাদের! 

টুকটুকে লাল শাড়ি আর লাল টিপে অপরূপা টেলিপর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। তাঁর মিষ্টি হাসি সকলের মন কেড়ে নেবেই। বড্ড লক্ষ্মী মেয়ে যে আমাদের! 

১০ ১৮
উত্তমকুমারের আমল থেকে লক্ষ্মীপুজোর দিন শ’খানেকের উপর লোক খাওয়ানো হয়। এ বছর পরিস্থিতির চাপে কিছুটা রদবদল। তাই নিজেদের মধ্যেই পুজোর আনন্দ ভাগ করে নিলেন তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। ভাই-বোন গৌরব ও নবমিতা চট্টোপাধ্যায় এবং বাগদত্তা ত্বরিতা চট্টোপাধ্যায়ের সঙ্গেই কাটল সারা দিন।

উত্তমকুমারের আমল থেকে লক্ষ্মীপুজোর দিন শ’খানেকের উপর লোক খাওয়ানো হয়। এ বছর পরিস্থিতির চাপে কিছুটা রদবদল। তাই নিজেদের মধ্যেই পুজোর আনন্দ ভাগ করে নিলেন তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। ভাই-বোন গৌরব ও নবমিতা চট্টোপাধ্যায় এবং বাগদত্তা ত্বরিতা চট্টোপাধ্যায়ের সঙ্গেই কাটল সারা দিন।

১১ ১৮
বাড়ির লক্ষ্মী প্রতিমার সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা কুমার। পরনে লাল শাড়ি, গা ভরা সোনার গয়না। নিজেও ঘরের লক্ষ্মী যেন!

বাড়ির লক্ষ্মী প্রতিমার সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা কুমার। পরনে লাল শাড়ি, গা ভরা সোনার গয়না। নিজেও ঘরের লক্ষ্মী যেন!

১২ ১৮
সাদা সালোয়ার-কামিজ, কপালে লাল টিপ। একা হাতের আয়োজনে বাড়ির লক্ষ্মীপুজো সারলেন। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করে নেটিজেনদের শুভেচ্ছাও জানালেন অভিনেত্রী অরুণিমা ঘোষ।

সাদা সালোয়ার-কামিজ, কপালে লাল টিপ। একা হাতের আয়োজনে বাড়ির লক্ষ্মীপুজো সারলেন। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করে নেটিজেনদের শুভেচ্ছাও জানালেন অভিনেত্রী অরুণিমা ঘোষ।

১৩ ১৮
লাল পাড় সাদা শাড়ি, মাথাভর্তি সিঁদুর, বড় লাল টিপ, সঙ্গে হাল্কা সোনার গয়না- যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। লক্ষ্মীপুজোর কিছু ফটোশুটের ছবি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী মনামী ঘোষ।

লাল পাড় সাদা শাড়ি, মাথাভর্তি সিঁদুর, বড় লাল টিপ, সঙ্গে হাল্কা সোনার গয়না- যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। লক্ষ্মীপুজোর কিছু ফটোশুটের ছবি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী মনামী ঘোষ।

১৪ ১৮
সম্প্রতি তাঁদের প্রেমের গুঞ্জনে তোলপাড় টলিপাড়া। শিগগিরই বাঁধাও পড়তে চলেছেন টেলিপর্দার দুই চেনা মুখ রুদ্রজিৎ মুখার্জি এবং প্রমিতা চক্রবর্তী। লক্ষ্মীপুজো কেটেছে একসঙ্গে। তারই নানা মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি তাঁদের প্রেমের গুঞ্জনে তোলপাড় টলিপাড়া। শিগগিরই বাঁধাও পড়তে চলেছেন টেলিপর্দার দুই চেনা মুখ রুদ্রজিৎ মুখার্জি এবং প্রমিতা চক্রবর্তী। লক্ষ্মীপুজো কেটেছে একসঙ্গে। তারই নানা মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

১৫ ১৮
টলিকন্যে শ্রীমা ভট্টাচার্যও নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন। শাড়ি আর হাল্কা সাজে মা লক্ষ্মীকে বরণ করে মেতেছেন তাঁর আরাধনায়।

টলিকন্যে শ্রীমা ভট্টাচার্যও নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন। শাড়ি আর হাল্কা সাজে মা লক্ষ্মীকে বরণ করে মেতেছেন তাঁর আরাধনায়।

১৬ ১৮
বরাবরই বাড়িতে বড়সড় আয়োজন হয় লক্ষ্মীপুজোয়। এ বছর করোনা-কাঁটায় সবই হচ্ছে ছোট আকারে। তাই কিছুটা মনখারাপ টলিপাড়ার জনপ্রিয় মুখ চৈতি ঘোষালের। তবে এ বার পুজোর আনন্দ পরিবারের সঙ্গেই। পুজোর জোগাড়ও সারলেন ছেলেকে নিয়েই।

বরাবরই বাড়িতে বড়সড় আয়োজন হয় লক্ষ্মীপুজোয়। এ বছর করোনা-কাঁটায় সবই হচ্ছে ছোট আকারে। তাই কিছুটা মনখারাপ টলিপাড়ার জনপ্রিয় মুখ চৈতি ঘোষালের। তবে এ বার পুজোর আনন্দ পরিবারের সঙ্গেই। পুজোর জোগাড়ও সারলেন ছেলেকে নিয়েই।

১৭ ১৮
শাড়ি-গয়না-মাথার ফুলে গৃহলক্ষ্মীর বেশে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে বরণ করে নিলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ ইন্দ্রাণী দত্ত। ফেসবুকে ধরা রইল সে মুহূর্ত।

শাড়ি-গয়না-মাথার ফুলে গৃহলক্ষ্মীর বেশে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে বরণ করে নিলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ ইন্দ্রাণী দত্ত। ফেসবুকে ধরা রইল সে মুহূর্ত।

১৮ ১৮
‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন, অভিনেত্রী শ্রুতি দাসের লক্ষ্মী পুজোর সাজও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। হলদে শাড়ি, কপালে বড় লাল টিপ, হাল্কা সোনার গয়নায় মোহময়ী রূপে।

‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন, অভিনেত্রী শ্রুতি দাসের লক্ষ্মী পুজোর সাজও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। হলদে শাড়ি, কপালে বড় লাল টিপ, হাল্কা সোনার গয়নায় মোহময়ী রূপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy