Laxmi Puja 2020: Laxmi Puja Celebration of Tollywood Celebrities dgtl
কেমন কাটল তারকাদের লক্ষ্মীপুজো, দেখুন ঝলক
তারকাদের লক্ষী পুজো কেমন কাটল, দেখে নিন এক ঝলক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৫:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে’। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায় সামিল হন সাধারণ গৃহস্থ থেকে বিশিষ্টরা, প্রত্যেকেই। পরিবার-সংসারের সুখসমৃদ্ধি আর ধনদৌলত কামনায় বাড়িতে লক্ষ্মীপুজোর সেই আয়োজনে এ বছর কী ভাবে মাতলেন টলিউডের লক্ষ্মীমন্ত তারকারা? দেখুন তারই এক ঝলক।
০২১৮
পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করেছেন নিজের হাতে। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এ বছর লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পুজোর ও পরিবারের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
০৩১৮
প্রতি বছর লক্ষ্মীপুজোয় বেশ বড়সড় আয়োজন করেন অর্পিতা চট্টোপাধ্যায়। করোনা আবহে এ বার সব কিছুতেই বাধা। তাই ছোট্ট আয়োজনে, সাধারণ ঘরোয়া সাজে নিজের দায়িত্ব সামলে নিলেন গৃহলক্ষ্মী।
০৪১৮
অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী কোজাগরী লক্ষীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন তার ইনস্টাগ্রাম-বার্তায়। দেবী লক্ষ্মীর আরাধনায় যাতে কোথাও কোনও ত্রুটি না থাকে, তাই যাবতীয় আয়োজন করেছেন একা হাতেই। শাড়ি-গয়নায় ঝলমলে কন্যে যেন নিজেই জ্যান্ত লক্ষ্মী!
০৫১৮
সাহেব চট্টোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপুজোর বয়স একশো পেরিয়েছে। রুপোর কুনকেতে নতুন ধান ভরে, লাল চেলিতে গাছকৌটো মুড়ে দেবীর রূপ কল্পনা করেই পুজো হয় এ বাড়িতে। অন্যান্য বছর পুজোয় ইন্ডাস্ট্রির এবং পাড়ার বন্ধুবান্ধব অনেকেই আসেন বাড়িতে। করোনাকালে সব মাটি!
০৬১৮
লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ- একেবারে লক্ষ্মীমন্ত সাজে নেটিজেনদের দেখা দিলেন তণ্বী অভিনেত্রী ঈশা সাহা। চিরন্তনী বঙ্গনারীর রূপে দেখাচ্ছেও ভারী সুন্দর।
০৭১৮
দিদা মারা যাওয়ার পরে বন্ধ ছিল বাড়ির পুজো। গত বছর থেকে নিজের বাড়িতে ফের লক্ষ্মীপুজো শুরু করেন ঋতাভরী চক্রবর্তী। পুজোর জোগাড় সবটাই নিষ্ঠা ভরে নিজেই করেন। এ বছর আনন্দ ভাগ করে নিলেন মা, দিদি এবং তাঁর কাছের আত্মীয়স্বজনদের সঙ্গেই।
০৮১৮
কখনও নারকেল কোরাচ্ছেন, কখনও বা জোগাড় করছেন পুজোর উপচার- সবটাই একা হাতে। লাল শাড়িতে ঘরের লক্ষীটি যেন। প্রতি বছরের মতো এ বারও চেনা ছবি টেলিপর্দার পরিচিত মুখ সোনালী চৌধুরীর বাড়িতে।
০৯১৮
টুকটুকে লাল শাড়ি আর লাল টিপে অপরূপা টেলিপর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। তাঁর মিষ্টি হাসি সকলের মন কেড়ে নেবেই। বড্ড লক্ষ্মী মেয়ে যে আমাদের!
১০১৮
উত্তমকুমারের আমল থেকে লক্ষ্মীপুজোর দিন শ’খানেকের উপর লোক খাওয়ানো হয়। এ বছর পরিস্থিতির চাপে কিছুটা রদবদল। তাই নিজেদের মধ্যেই পুজোর আনন্দ ভাগ করে নিলেন তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। ভাই-বোন গৌরব ও নবমিতা চট্টোপাধ্যায় এবং বাগদত্তা ত্বরিতা চট্টোপাধ্যায়ের সঙ্গেই কাটল সারা দিন।
১১১৮
বাড়ির লক্ষ্মী প্রতিমার সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা কুমার। পরনে লাল শাড়ি, গা ভরা সোনার গয়না। নিজেও ঘরের লক্ষ্মী যেন!
১২১৮
সাদা সালোয়ার-কামিজ, কপালে লাল টিপ। একা হাতের আয়োজনে বাড়ির লক্ষ্মীপুজো সারলেন। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করে নেটিজেনদের শুভেচ্ছাও জানালেন অভিনেত্রী অরুণিমা ঘোষ।
১৩১৮
লাল পাড় সাদা শাড়ি, মাথাভর্তি সিঁদুর, বড় লাল টিপ, সঙ্গে হাল্কা সোনার গয়না- যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। লক্ষ্মীপুজোর কিছু ফটোশুটের ছবি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী মনামী ঘোষ।
১৪১৮
সম্প্রতি তাঁদের প্রেমের গুঞ্জনে তোলপাড় টলিপাড়া। শিগগিরই বাঁধাও পড়তে চলেছেন টেলিপর্দার দুই চেনা মুখ রুদ্রজিৎ মুখার্জি এবং প্রমিতা চক্রবর্তী। লক্ষ্মীপুজো কেটেছে একসঙ্গে। তারই নানা মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
১৫১৮
টলিকন্যে শ্রীমা ভট্টাচার্যও নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন। শাড়ি আর হাল্কা সাজে মা লক্ষ্মীকে বরণ করে মেতেছেন তাঁর আরাধনায়।
১৬১৮
বরাবরই বাড়িতে বড়সড় আয়োজন হয় লক্ষ্মীপুজোয়। এ বছর করোনা-কাঁটায় সবই হচ্ছে ছোট আকারে। তাই কিছুটা মনখারাপ টলিপাড়ার জনপ্রিয় মুখ চৈতি ঘোষালের। তবে এ বার পুজোর আনন্দ পরিবারের সঙ্গেই। পুজোর জোগাড়ও সারলেন ছেলেকে নিয়েই।
১৭১৮
শাড়ি-গয়না-মাথার ফুলে গৃহলক্ষ্মীর বেশে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে বরণ করে নিলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ ইন্দ্রাণী দত্ত। ফেসবুকে ধরা রইল সে মুহূর্ত।