যাঁরা মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচারের চেষ্টা করছেন বা কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ, তেমনই কয়েক জনের মাথা সে দিন শোভা পেয়েছিল দেবীর মুণ্ড মালায়
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৯:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
স্বামীজি পল্লি অধিবাসীবৃন্দের কালী পুজোয় এ বার দারুণ চমক। বাগুইআটির এই পুজোর বয়স ১৬ বছর। এ বারের থিম কালীঘাটের অগ্নিকন্যা।
০২১০
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতেই এই থিম বলে জানান এক সদস্য শুভজিৎ সাহা। মণ্ডপে উঠে এসেছে তাঁর জীবন সংগ্রাম।
০৩১০
উদ্যোক্তারা জানান, মণ্ডপে মডেলের মাধ্যমে জন্ম থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জীবন কাহিনি বর্ণিত রয়েছে।
০৪১০
এখানে দেখতে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্প বয়সের জীবন সংগ্রাম। রয়েছে বিরোধী নেত্রী রূপে তাঁর লড়াইয়ের কাহিনি।
০৫১০
আবার তেমনই নাকি রয়েছে মুখ্যমন্ত্রী রূপে অর্জন করা একের পর এক সাফল্যের জয়গাথা। থাকছে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহের কথাও।
০৬১০
মণ্ডপের আকার বাইরে থেকে দেখলে মনে হবে যেন কালী ঘাটের মন্দির। জানা গিয়েছে, তাঁর মধ্যেই শোভা পাবে মুখ্যমন্ত্রীর জীবন কাহিনি।
০৭১০
তবে মূর্তির রূপে খুব পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। তা হয়েছে কালী ঘাটের মূর্তির আদলেই।
০৮১০
চমক ছিল খুঁটি পুজোতেও। এক সদস্যের কথায়, খুঁটি পুজোর দিনে দেবীর গলার মুণ্ড মালায় শোভা পেয়েছিল কিছু বিখ্যাত ব্যক্তির মুখ।
০৯১০
যাঁরা মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচারের চেষ্টা করছেন বা কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ, তেমনই কয়েক জনের মাথা সে দিন শোভা পেয়েছিল দেবীর মুণ্ড মালায় বলে জানায় কতৃপক্ষ।
১০১০
পুজোর উদ্বোধন আগামী ২২ নভেম্বর। মণ্ডপে প্রতিমা থাকবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। এর মধ্যে সেখানে গেলেই দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর জীবন কাহিনি।