বেশ কয়েক বছর হল এ রাজ্যে শব্দবাজি নিষিদ্ধ। তবু আশি ও নব্বইয়ের দশকেও যাদের ছেলেবেলা কেটেছে, তাদের শৈশব, কৈশোর জুড়ে ছিল বুড়িমার চকোলেট বোম, তারাবাতি-সহ বিভিন্ন বাজি। আর সেই বাজির বাজার মাতানো সাফল্যের পিছনে তিনি। অন্নপূর্ণা দাস। ঘোর পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থেকেও যিনি অদম্য জেদে নিজেই হয়ে উঠেছেন ব্র্যান্ড। বুড়িমা মানে এক বাঙালি মহিলার একা টিকে থাকার গল্পও বটে।