০৭
১০
মহাদেব কালীর নাচ বন্ধ করতে উদ্যত হলেন। কিন্তু উন্মাদিনী কালী কোনও কথা শুনতেই পেলেন না।
০৮
১০
উপায়ান্তর না দেখে মহাদেব কালীর রুদ্রমূর্তি তাণ্ডব নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মায়ের সামনে সশরীরে শায়িত হন।
০৯
১০
নৃত্যরতা মা কালী যখন শিবের বুকে পা দিয়ে ফেলেন, তখন এক প্রকার সম্বিৎ ফিরে পান। এবং স্বামীর বুকে পা দিয়েছেন দেখে লজ্জায় তাঁর জিভ বেরিয়ে আসে।
১০
১০
এই পৌরাণিক কাহিনি অবলম্বনেই বিভিন্ন চিত্রকলা। কালীর সকল রূপে এই রুদ্র মূর্তি প্রত্যক্ষ করি আমরা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)