Kali Puja 2022: Heavy rainfall may spoil diwali celebration dgtl
kali Puja 2022
কালীপুজো বানচাল হবে ভারী বৃষ্টিতে? হাওয়া অফিস যা বলছে
ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে ঘূর্ণাবর্ত।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১১:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
দুর্গাপুজোয় শহরজুড়ে বৃষ্টির সাক্ষী থেকে কলকাতাবাসী। কালীপুজোর আগেও বৃষ্টির ভ্রুকুটি যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না।
০২০৮
বর্ষা বিদায়ের আগে অক্টোবরের ঠিক মাঝামাঝি সময়ে এক সঙ্গে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে গোটা বাংলা।
০৩০৮
ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে ঘূর্ণাবর্ত।
০৪০৮
যদিও শেষ কয়েক বছরের পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসের এই সময়টায় কম-বেশি বৃষ্টি হয়ই। তবে যেহেতু এই বছর পুজো অনেকটা এগিয়ে এসেছে, তাই পুজোতেও বর্ষা চোখ রাঙাবে।
০৫০৮
যদিও এই মুহূর্তে তেমন কোনও বড় দুর্যোগের সম্ভাবনা নেই। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম ও অস্বস্তিও একইরকম থাকবে তিলোত্তমায়। তবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
০৬০৮
অন্য দিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ৪ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৭০৮
এমনকী পাহাড়ে ধস নামতে পারে বলে সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।
০৮০৮
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।