সেই দেহ খন্ড যখন মর্ত্যে এসে পড়ে, তা পরিণত হয় পাথরে। আর সেই পাথর যেখানে যেখানে পতিত হয়, সেই জায়গাগুলিকে বলা হয় এক একটি ‘পীঠ’। এ রকম একান্ন পীঠ ছড়িয়ে আছে দেশের নানা স্থানে। সেই পুণ্যস্থানগুলিতে পরবর্তী কালে তৈরি হয়েছে বিখ্যাত সব মন্দির। মন্দিরগুলিকে ঘিরে ভক্তদের মধ্যে যত নানা রকম যাকে ছড়িয়েছে, ততই বেড়েছে সেই জায়গাগুলির প্রতি আকর্ষণ ও কৌতূহল।