০৭
১৩
রোগা ভূত, মোটা ভূত, বেঁটে ভূত, কিম্ভুত- সক্কলে উপস্থিত এখানে! কারিগরেরা কেউ কেউ পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ভূত বানাচ্ছেন।
০৮
১৩
গ্রাহকেরা ঠিক যেমন চান, ঠিক তেমনই ভূত গড়ে দেন তারা। কখনও কখনও অদ্ভুত আবদার আসে। সেই আবদারও রাখতে হয় মূর্তি প্রস্তুতকারদের।
০৯
১৩
মোটামুটি ১৫০০ থেকে ২০০০ টাকা থেকে শুরু হয় ডাকিনী-যোগিনীর জোড়া। বিশেষ ক্ষেত্রে দাম প্রায় কালী মূর্তির দাম ছুঁই ছুঁই।
১০
১৩
কালীপুজোর ২-৩ দিন আগে থেকেই মূলত বিক্রিবাট্টা বাড়ে। প্রতি বছরের মতো এই বারেও তার অন্যথা হয়নি।
১১
১৩
এক শিল্পী জানাচ্ছেন, গ্রাহকেরা এসে প্রথমেই সবচেয়ে আলাদা দেখতে ডাকিনী-যোগিনী খোঁজেন। কখনও কখনও মূর্তির আদল এমনই হয় যে, হাসি পেতে বাধ্য।
১২
১৩
মুঠোফোন আর ভিডিয়ো গেমের যুগে কালী প্রতিমার পাশে ডাকিনী-যোগিনীর মতো চরিত্রগুলি বাস্তবিক ভাবেই তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
১৩
১৩
আজও মণ্ডপে আট থেকে আশির চোখ আটকে যায় ডাকিনী-যোগিনীতে, অন্তত এক বার হলেও। হঠাৎই যেন বড়দের চোখে ফের শৈশবের সেই ভয় মেশা কৌতূহল!
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)