Kali Puja 2022: Ananta ambani donates 1.5 crore to shirdi sai baba trust this diwali dgtl
kali Puja 2022
দানেই পূণ্য, দীপাবলিতে মন্দিরে দেড় কোটি টাকা দান অম্বানীর
বিকেলের আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্টে দেড় কোটি টাকা দান করেন তিনি। দীপাবলির পূণ্য লগ্নে তাঁর এই দানকর্ম ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৫:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
নিঃসন্দেহে দানকর্ম একটি মহৎ কাজ। ভারতীয় সংস্কৃতিতে ধর্মীয় উৎসবের সঙ্গে দানকর্মের বিশেষ যোগ রয়েছে। বিভিন্ন সময় নিজের সামর্থ্য অনুযায়ী দানধ্যান করে থাকি আমরা।
০২০৮
দীপাবলি উপলক্ষে অনন্ত অম্বানীর দানকর্মের মহত্তর রূপ প্রকাশ পেল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী দিপাবলীতে শিরডি সাই মন্দিরে গিয়েছিলেন।
০৩০৮
বিকেলের আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্টে দেড় কোটি টাকা দান করেন তিনি। দীপাবলির পূণ্য লগ্নে তাঁর এই দানকর্ম ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে।
০৪০৮
ট্রাস্টের মুখপাত্র জানান, অনন্ত অম্বানী প্রায় এক ঘন্টার মতো মন্দিরে ছিলেন। পাশাপাশি, ট্রাস্টের সিইও ভাগ্যশ্রী বানায়তও ছিলেন তাঁর সঙ্গে।
০৫০৮
অম্বানী পরিবার ধারাবাহিকভাবে দানধ্যান করে থাকে। সম্প্রতি ১৪ অক্টোবর মুকেশ অম্বানী বদ্রীনাথ দর্শনে যান এবং ৫ কোটি টাকা দান করেন কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের উন্নয়নের জন্য।
০৬০৮
প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে কেরলের বিখ্যাত গুরুবায়ুর মন্দিরে গিয়েছিলেন মুকেশ অম্বানী। সেখানে ‘অন্নদানম’ তহবিলে ১.৫১ কোটি টাকা দান করেন তিনি। উপস্থিত ছিলেন ছেলে অনন্ত অম্বানীর বাগদত্তা।
০৭০৮
অগাস্ট মাসে ঘোষণা করা হয়, রিলায়েন্সের নতুন বিদ্যুৎ ব্যবসার দায়িত্ব নেবেন অনন্ত অম্বানী।
০৮০৮
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মিটিংয়ে মুকেশ অম্বানী ঘোষণা করেন যে ২৬ বছর বয়সী অনন্ত সৌর, ব্যাটারি এবং হাইড্রোজেন বিনিয়োগের সঙ্গে নতুন ব্যবসায় প্রবেশ করেছেন।