Kali puja 2022: Ajoypur worships white idol of devi kali in Purnima dgtl
kali Puja 2022
ময়ূরাক্ষীর পাড়ে পুজো হওয়া কালীর গায়ের রং ধপধপে সাদা, শুরু জ্বালাতন সাধুর হাতে
অমাবস্যা নয়, অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে এই শ্বেতকালীর পুজো হয়। জনশ্রুতি বলে, এই ব্রজরপুর গ্রামে জ্বালাতন সাধু নামে এক সাধু থাকতেন। তিনিই নাকি এই পুজোর সূচনা করেন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৮:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
কৃষ্ণকালী এবং শ্যামা কালী সব সময়েই আমরা দেখে থাকি। কিন্তু শ্বেতকালী? দেবীর উগ্রচণ্ডা রূপ নয়, বরং সাদা বর্ণের সৌম্য রূপেই দেখা যায় দেবীকে।
০২০৮
বীরভূম জেলার সিউড়ি শহর থেকে ৫ কিলোমিটার দূরে অজয়পুর গ্রামে ময়ূরাক্ষী নদীর পাড়ে এই পুজো হয়।
০৩০৮
বহু দিন আগে এই অজয়পুরের পাশেই ব্রজরপুর নামে এক গ্রাম ছিল। ১৯৭৮ সালের বন্যায় এই গ্রাম ভেসে যায় এবং গ্রামবাসীরা অজয়পুর গ্রামে আশ্রয় নেয়।
০৪০৮
জনশ্রুতি বলে, এই ব্রজরপুর গ্রামে জ্বালাতন সাধু নামে এক সাধু থাকতেন। তিনিই নাকি এই পুজোর সূচনা করেন।
০৫০৮
শুধু কালীর বর্ণই যে আলাদা, তা নয়। পুজোর তিথি সম্পর্কে শুনলেও অবাক হবেন আপনি। অমাবস্যা নয়, অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে এই কালীপুজো হয়।
০৬০৮
শোনা যায়, অমাবস্যার রাতে অন্ধকারে প্রদীপের আলোয় ঠিক ভাবে পুজো করা যেত না। তাই জ্বালাতন সাধু পূর্ণিমা তিথিতে এই পুজোর প্রচলন করেন।
০৭০৮
মৃত্যুর আগে সাধু এই পুজোর ভার দিয়ে যান অজয়পুরের হৃষিকেশ মাহারাকে। তার পর থেকে তাঁরই বংশধর এই পুজো করে আসছেন। বর্তমানে মহেশ্বর মাহারা এই পুজো করেন।