শাড়ি থেকে লেহঙ্গায়, হরেক গয়নায় ঝলমলে। কোন পোশাকে নজর কাড়লেন কে?
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ২০:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
আলোর উৎসবে বাহারি সাজে টলিউডের নায়িকারা। শাড়ি থেকে লেহঙ্গায়, হরেক গয়নায় ঝলমলে। কোন পোশাকে নজর কাড়লেন কে? রইল ঝলক।
০২১০
হাতে ধরা প্রদীপ। আগুন আলোয় উজ্জ্বল পাওলি দাম। এক মুঠো আলো ছড়ালেন নিজেই।
০৩১০
সাদা-গোলাপি লেহঙ্গা চোলিতে ঝলমলিয়ে উঠলেন মিমি চক্রবর্তী। মাথায় টিকলি, কানে-গলায়-হাতে ভারী গয়না। দীপাবলিতে এ ভাবেই ধরা দিলেন অভিনেত্রী-সাংসদ।
০৪১০
কে বলে বাসন্তী শুধু সরস্বতী পুজোর রং? হেমন্তে আলোর উৎসবেও যে এ রঙেই আসর মাতিয়ে দেওয়া যায়, দেখিয়ে দিলেন ঋতাভরী চক্রবর্তী। হাতের সরায় কমলা-হলুদ গাঁদা ফুল। আগুন-রঙা সাজে ইনস্টাগ্রামে ছবি দিলেন নায়িকা।
০৫১০
মাথায় ভারী টিকলি, কানে কুন্দনের দুল, দু’ হাত ভর্তি চুড়ি। চার পাশে প্রদীপের আলোকবৃত্ত। প্রদীপ হাতে মাঝখানে এলিয়ে বসেছেন তিনি। অভিনেত্রী মধুমিতা সরকার। ঝলমলে লেহঙ্গা চোলি। এক ঢাল কালো চুলে অনন্যা। ইনস্টাগ্রামে ছবি দিয়ে জানালেন দীপাবলির শুভেচ্ছা।
০৬১০
লেহঙ্গা চোলিতে ঝলমলিয়ে উঠেছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও। লাল-কালোর যুগলবন্দিতে আভিজাত্যের ছোঁয়া। জমকালো সেই সাজেই এ বারের দীপাবলিতে ‘সম্পূর্ণা’ তিনি।
০৭১০
ধুমধাম দুর্গাপুজো হয় তাঁর বাড়িতেই। প্রতি বারের মতো এ বছরও কোয়েল মল্লিক সামিল হয়েছিলেন তাতেই। আলোর উৎসবে লাল শাড়ির সঙ্গে পোলকি পাথরের গয়নায় আলো হয়ে উঠলেন মল্লিকবাড়ির মেয়ে।