পুরাণ মতে, দেবী জগদ্ধাত্রীকে প্রকট হতে হয়েছিল দাম্ভিক দেবতাদের দর্পচূর্ণ করতে। মহিষাসুর বধের পর দেবতাদের উল্লাসই জন্ম দেয় জগদ্ধাত্রীর। দেবতাদের ধারণা হয়েছিল, যেহেতু দেবী দুর্গা তাঁদের সম্মিলিত শক্তির প্রকাশ, তাই মহিষাসুরকে বধ করেছেন তাঁরাই, কোনও নারী শক্তি নয়। দেবী দুর্গার রূপদান শুধু মাত্র ব্রহ্মার বরের সম্মানরক্ষা করতেই।