Jagadhatri Puja 2022: history of first 'barowari' puja with jagadhatri puja dgtl
Jagadhatri Puja2022
দুর্গাপুজো নয় 'বারোয়ারি' পুজো প্রথম শুরু জগদ্ধাত্রীপুজোকে ঘিরেই! জানুন ইতিহাস
বেঙ্গল গেজেটের পুরনো তথ্য অনুযায়ী, গুপ্তিপাড়ার বিন্দ্যবাসিনী বারোয়ারি জগদ্ধাত্রী পুজোই প্রথম বারোয়ারি পুজো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১২:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বারোয়ারি পুজো মানেই সকলে হাতে হাত মিলিয়ার উৎসবের আয়োজন থেকে উদযাপন। সেকালের কলকাতায় কিন্তু তার চল ছিল না।
০২১০
তখন শুধুই হত বাড়ির পুজো, আজকের দিনে যা বনেদি পুজো হয়ে দাঁড়িয়েছে। তা হলে বারোয়ারি পুজোর এই প্রচলন হল কী ভাবে? তার এত বাড়বাড়ন্তই বা কেন? ইতিহাস ফিরে দেখল আনন্দ উৎসব।
০৩১০
বারো জন ইয়ার অর্থাৎ বারো জন বন্ধুর হাত ধরে পুজো। তার থেকেই নাম ‘বারোয়ারি’। জনশ্রুতি বলে, গুপ্তিপাড়ার স্থানীয় বাসিন্দারা একবার দুর্গাপুজো দেখতে গ্রামের জমিদার বাড়িতে গিয়েছিলেন।
০৪১০
তখন নাকি জমিদারের অত্যন্ত দুর্ব্যবহারের মুখে পড়তে হয় তাঁদের। অপমানিত হয়ে গ্রামে ফিরে তাঁরা ঠিক করেন, আর জমিদারবাড়ির পুজো দেখতে যাবেন না। বরং নিজেরাই পুজো করবেন।
০৫১০
গ্রামের ১২ জন তরুণ এগিয়ে আসেন। প্রায় ২৭০ বছর আগে তাঁরাই দুর্গাপুজোর বদলে শুরু করেছিলেন শ্রী শ্রী বিন্দ্যবাসিনী জগদ্ধাত্রী দেবীর পুজো।
০৬১০
প্রাচীন বাংলার চিত্রপটে সেই বারোয়ারি পুজোর জয়যাত্রা শুরু।
০৭১০
হুগলির গেজেট, বেঙ্গল গেজেট সহ দেশের সকল সেরা সংবাদমাধ্যমে নথিবদ্ধ রয়েছে এই ঐতিহাসিক পদক্ষেপ।
০৮১০
১৮২০ সালের দ্য ফ্রেণ্ডস অফ ইণ্ডিয়া সংবাদপত্রে সর্বপ্রথম বারোয়ারি পুজোর এই ইতিহাস প্রকাশিত হয়।
০৯১০
শাক্ত ও বৈষ্ণব ধারার এক অনবদ্য মিশেল ঘটেছে গুপ্তিপাড়ার এই প্রায় তিন শতাব্দী পুরনো পুজোয়।
১০১০
যদিও নানা তথ্যসূত্রে জানা গিয়েছে, উদ্যোক্তাদের আর্থিক অনটনের কারণে এই প্রাচীন পুজোর অবস্থা এখন বিপর্যস্ত।