Jagadhatri Puja 2022: beginning of jagadhatri puja in shantipur dgtl
Jagadhatri Puja2022
এই গাছতলাতেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো! জেনে নিন ইতিহাস
জনশ্রুতি বলে, শান্তিপুরের চন্দ্রচূড় তর্কমুনির কামরাঙা গাছতলায় পঞ্চমুণ্ডির আসনে প্রথম দেবী জগদ্ধাত্রীর পুজো হয়। এই লোকগাথা ঘিরে অবশ্য খানিক বিতর্কও রয়েছে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৭:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
জাঁকজমকের সঙ্গে বিশাল মাপের জগদ্ধাত্রী পুজোর জন্য বিশ্বজোড়া খ্যাতি চন্দননগরের। আলোকসজ্জা থেকে শুরু করে জৌলুস, তার সবটাই চোখধাঁধানো। তবে কী করে শুরু হল জগদ্ধাত্রী পুজো, তা নিয়ে আলোচনা হলে উঠে আসবে শান্তিপুরের নাম।
০২১০
জনশ্রুতি বলে, শান্তিপুরের চন্দ্রচূড় তর্কমুনির কামরাঙা গাছতলায় পঞ্চমুণ্ডির আসনে প্রথম দেবী জগদ্ধাত্রীর পুজো হয়। এই লোকগাথা ঘিরে অবশ্য খানিক বিতর্কও রয়েছে।
০৩১০
কারণ, নথি অনুযায়ী ১৭৬২ সালে নদিয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় বলেই জানা যায়। তবে সেটি ঘটপুজো ছিল। কোনও প্রতিমা ছিল না সেই পুজোয়।
০৪১০
কথিত, শান্তিপুরের হরিপুর নিবাসী তন্ত্রসাধক চন্দ্রচূড়ের সাধনায় পাওয়া যায় দেবী জগদ্ধাত্রীর রূপের বর্ণনা, এমনকি পূজার মন্ত্র ও মন্ত্রও। রাজা গিরিশচন্দ্র রায় যখন ১৮০২ সালে নদিয়ার রাজত্ব অধিকার করেন, শান্তিপুরের হরিপুরে তখন ১০৮ ঘর ব্রাহ্মণের বাস।
০৫১০
তাঁদের মধ্যে অন্যতম, চন্দ্রচূড়কে রাজা নিজেই অনুরোধ জানিয়েছিলেন রাজসভায় থাকার জন্য। সেই সময়ে ঊষাকালে প্রথম বার জগদ্ধাত্রীর মূর্তি গড়ে পঞ্চমূণ্ডির আসনে কামরাঙা গাছের নীচে পুজো করা হয়েছিল দেবীকে।
০৬১০
জনশ্রুতি অনুযায়ী, তার পর থেকেই কৃষ্ণনগর, চন্দননগর এলাকায় ঊষাবর্ণা, চতুর্ভুজা, সিংহবাহিনী জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত।
০৭১০
কথিত, নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে নবাব আলিবর্দি খাঁ, তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা দাবি করেছিলেন দূর্গাপুজোর আগে। সেই টাকা দিতে অস্বীকার করায় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হয় মুর্শিদাবাদে।
০৮১০
বিসর্জনের বাদ্যির মাঝে কৃষ্ণচন্দ্র ফিরছিলেন কৃষ্ণনগরে। তখন বিষাদ ঘিরে ধরে তাঁকে। দূর্গাপুজোয় যে তাঁর থাকা হয়নি! শোনা যায়, সেই রাতেই কৃষ্ণচন্দ্র দেবী জগদ্ধাত্রীর কাছ থেকে স্বপ্নাদেশ পান, তাঁর পুজো করার জন্য।
০৯১০
এই সময়ে শান্তিপুরের ভাগীরথী নদীর উপর দিয়ে ফিরছিলেন কৃষ্ণচন্দ্র। সন্ধ্যা নেমে আসায় হরিপুর ব্রহ্মশাসনে রাতে থেকে যান তিনি। স্বপ্নাদেশ মেনে সেখানেই চন্দ্রচূড় তর্কাচূড়মণির পঞ্চমুণ্ডির আসনে পুজো করেন মহারাজা কৃষ্ণচন্দ্র।
১০১০
তা থেকেই ধীরে ধীরে বাংলার বুকে শুরু হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। এরপরে কৃষ্ণচন্দ্রের পুজোর অনুপ্রেরণায় ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙা বা এখনকার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন।