‘আরও কাছাকাছি, আরও কাছে এসো’— পুজোর মরশুমে এমনই ডাক শুনতে পাওয়া যায় বাংলার নানা প্রান্তে। দুর্গার আরাধনার পাশাপাশি প্রেমের প্রতিও যেন বাড়ে যত্ন। যাঁরা কাছে ছিলেন, তাঁদের দূরত্ব আরও কমল। আর যাঁরা জনসমক্ষে একসঙ্গে আসতে পারতেন না, তাঁরা বাধা কাটিয়ে বেরিয়ে এসেছেন। পুজোর কটা দিন টলিপাড়ার এমনই জুটিবদ্ধ চেহারা নজরে পড়ল। তাঁদেরই কয়েক জনকে তুলে ধরল আনন্দবাজার অনলাইন।