এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
ঢাকের বোলে বিসর্জনের সুর। বাঙালির বছরসেরা উৎসব শেষ। এ বার পালা দেবীকে বিদায় জানানোর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে তারই প্রস্তুতি। পানপাতায় মুখ মুছিয়ে, সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করে বাপের বাড়ি থেকে ফের কৈলাসে রওনা দেবেন উমা। মাকে বরণ করতে গিয়ে চোখ ভিজেছে তারকাদেরও।
০২০৯
দেবীবরণ করতে দেখা গেল মিমি চক্রবর্তীকে। লাল সিল্কের শাড়ি, সোনার গয়নায় ঝলমলে। হাতের থালায় মিষ্টি, পানপাতা। তাই দিয়ে মায়ের মিষ্টিমুখ করালেন। বরণের পাশাপাশি সকলের মঙ্গল কামনাও করলেন তারকা-সাংসদ।
০৩০৯
পুজোর ঠিক আগেই বাবাকে হারিয়েছেন অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়। এ বছর পুজো তাই খানিক ম্লান তাঁর উৎসব। তবু বিজয়া দশমীতে অভিনেত্রী স্ত্রী প্রমিতা চক্রবর্তীকে নিয়ে সিঁদুরখেলায় মাতলেন। রাঙিয়ে দিলেন প্রমিতার গাল-কপাল-সিঁথি। সঙ্গে দেবীর উদ্দেশে বার্তা, ‘আবার এসো মা’।
০৪০৯
বিয়ের পরে এ বার প্রথম পুজো দেবলীনা কুমারের। স্বাভাবিক ভাবেই সিঁদুরে রাঙা হবেন তিনিও। উত্তমকুমারের নাত-বৌমাকে সিঁদুরে বরণ করে নিলেন তাঁর বাড়ির সবাই। বৌয়ের সঙ্গে সিঁদুর খেললেন গৌরব চট্টোপাধ্যায়ও।
০৫০৯
এই নিয়ে তিন বছর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁদুর খেলার ঠিকানা বাইপাসের এক বহুতল আবাসন। স্বামী রাজ চক্রবর্তীকে নিয়েই হইহই করে খেলায় মাতেন। এ বারও চওড়া লাল পাড় শাড়ি, গয়নার চিরন্তন সাজে বরণশেষে সিঁদুররাঙা শুভশ্রী। রাজের কপালেও সিঁদুরের চওড়া তিলক। ‘রাজশ্রী’র সঙ্গে সস্ত্রীক ছিলেন পরিচালক অরিন্দম শীলও।
০৬০৯
সিঁদুরের লালচে আভা সারা মুখে-চোখে। দেবী প্রতিমা বরণ সেরে খুশিতে ঝলমলে 'রাজ-রানি' শুভশ্রী!