করিনা কপূর থেকে আলিয়া ভট্ট সকলের আলমারিতেই পাওয়া যাবে ব্রালেট। লেস, সিল্ক, স্যাটিন, কারুকাজ করা কিংবা নেটের, ব্রালেট পেয়ে যাবেন অনেক রকমের। কিন্তু ব্রালেট আসলে কী? একটু কায়দার ব্রা-ই বলা যেতে পারে। যা পোশাকের মতো আপনি পরতে পারেন। স্কার্ট, প্যান্ট, জ্যাকেটের সঙ্গে যেমন পরা যায়, তেমনই শাড়ি বা লেহঙ্গার সঙ্গে ব্লাউজ বা চোলির বদলে পরা যায়।