ধারাবাহিকের কল্যাণে চার দিনের পুজো বেড়ে আরও দু’সপ্তাহ, দাবি ‘খড়কুটো’ বাহিনীর
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ২০:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
বিজয়া দশমী কবেই শেষ। লক্ষ্মীপুজোও সারা। সৌজন্য, গুনগুন, পটকা, মিষ্টি কিন্তু হইহই করে ঠাকুরদালানে! ঢলঢলে মুখের দুর্গা প্রতিমা সপরিবারে দিব্যি একচালায় বসে। দেবী রয়ে গিয়েছেন ধারাবাহিক ‘খড়কুটো’র স্টুডিয়োয়। ঢাক বাজছে, ধুনো পুড়ছে। দেওয়া হয়েছে নৈবেদ্য। জমে গিয়েছে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো।
০২০৮
কখনও ঢাকের তালে নাচছে গুনগুন, মিষ্টি, চিনি। কেউ সেজেছে বেনারসিতে। কেউ জরিপাড় সিল্কের শাড়িতে ঝলমলে।
০৩০৮
পুজো উপলক্ষে গুনগুনের শ্বশুরবাড়িতে হাজির তার ‘তিন্নি দিদি’ ওরফে রুকমা রায়। আর সে আসা মানেই সৌজন্য-গুনগুনের মধ্যে কিছু না কিছু সমস্যা! পুজোতেও কি তার থেকে ছাড় দেবে না তিন্নি থুড়ি সৌজন্যের সহকর্মী অনন্যা?
০৪০৮
বাড়ির বড় বৌ মিষ্টি কিন্তু মহাখুশি। এক গাল হেসে ফাঁস করেছে, চার দিনের পুজো দু’সপ্তাহ ধরে উপভোগ করতে পারলে মন্দ কী?
০৫০৮
একই বক্তব্য পুটুপিসিরও। বাস্তবে সোহিনী সেনগুপ্ত পুজোর আগেই হারিয়েছেন মা স্বাতীলেখা সেনগুপ্তকে। এ বছর কোনও মণ্ডপে যাননি তাই। সেই অভাব মিটিয়ে দিয়েছে তাঁর কর্মস্থল। পর্দার পুটুপিসির দাবি, ষষ্ঠী থেকে নবমী চুটিয়ে উপভোগ করছেন।