নৃতাত্বিকরা বলেন দেবীশক্তি বা মাতৃকাশক্তির উপাসনা যে কোনও সভ্যতারই আদিমতম সংস্কৃতিতে বিরাজ করত। হিন্দু বাঙালির ‘ঘরের মেয়ে’ দুর্গাও এমনই আদিম মাতৃকাশক্তি। হিন্দু শাস্ত্রে এই দেবীদের বিভিন্ন দেবতার ‘শক্তি’ বলে মনে করা হয়। কল্পনা করা হয়, দেবীশক্তির উপাসনার মাধ্যমেই দেবতার কাছে পৌঁছনো সম্ভব। সে হিসেবে দেখলে, দুর্গার উপাসনা আসলে শিবত্ব লাভেরই সাধনা।