উৎসবের সেরা সাজের শিরোপা নিয়ে গেলেন ক্যাটরিনা কইফ। সব্যসাচী মুখোপাধ্যায়ের মেরুন রঙা লেহঙ্গায় সাড়া ফেলে দিয়েছেন বলি-পাড়ায়। ফুল-ছাপ লেহঙ্গার সঙ্গে বেশি গয়নার আধিক্য নেই। কানে শুধু সবুজ পাথরের লম্বা দুল। দীপাবলিতেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘সূর্যবংশী’। অক্ষয় কুমার-অজয় দেবগণ অভিনীত এই ছবির প্রচারেই সম্প্রতি ক্যাটরিনাকে দেখা গেল এই সাজে। তবে সে সব মিটে যেতে আবার টি-শার্ট-মিনি স্কার্টে ক্যাটরিনা হাজির সঙ্গী ভিকি কৌশলের ছবির প্রদর্শনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy