দুই নারী, হাতে তরবারি’— এসে দাঁড়ালেন আনন্দবাজার অনলাইনের সামনে। তাঁদের হরেক অভিব্যক্তিতে আরও রঙিন হয়ে উঠল পুজোর সাজ। কখনও রৌদ্র, কখনও বা শৃঙ্গার রসের ছটা লেগেছে তাঁদের গায়ে। অর্কজা আচার্য এবং ইধিকা পাল। ধারাবাহিকের দুই নায়িকা একে অন্যকে যেন টেক্কা দিতে চাইলেন। পরোয়া করলেন না রোদ, বৃষ্টি, ঝড়, জলকেও।