Durga Puja 2020: Vikram Chatterjee selects his favourite pujas in 360 degree virtual Parikrama dgtl
Durga Puja 2020
মানুষের পুজো থেকে কাঠামোয় উদযাপন- দেখুন বিক্রমের চোখে কারা সেরা
৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় টেলিপাড়ার পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ্যায়ের চোখে সেরা পুজো- বোসপুকুর শীতলা মন্দির, সুরুচি সঙ্ঘ এবং নলিন সরকার স্ট্রিটের উদযাপন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১৯:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
ঘরবন্দি মনখারাপের পুজো। তাতেই এ বার ঠাকুর দেখার আনন্দ। এবং পুরোটাই ভার্চুয়াল। আমাদের এই ৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় টেলিপাড়ার পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ্যায়ের চোখে সেরা পুজো- বোসপুকুর শীতলা মন্দির, সুরুচি সঙ্ঘ এবং নলিন সরকার স্ট্রিটের উদযাপন।
০২০৭
বোসপুকুর শীতলা মন্দিরের পুজো সেজেছে কাঠ ও বাঁশের কাজে।
০৩০৭
হলুদ আলোয় মায়াময় হয়ে উঠেছেন মা দুর্গা ও তার পরিবার।
০৪০৭
সুরুচি সঙ্ঘে পুজো এ বার মানুষের উৎসব।
০৫০৭
হস্তশিল্পে সেজে ওঠা এই পুজো এ বার তাই দাঁড়িয়েছে মানুষের পাশেই।
০৬০৭
নলিন সরকার স্ট্রিট সর্বজনীন এই আকালে ভেবেছে কাঠামো পুজোর কথা।
০৭০৭
মণ্ডপ থেকে প্রতিমা, সবের কাঠামোই এ বার তাদের প্রদর্শন হয়ে উঠেছে।