করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজারের সুরক্ষা থেকে সামাজিক দূরত্ব, সব মেনেই দশমীর আমেজ মাখল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকল তার অজস্র মুহূর্ত।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৫:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
অচেনা পুজোর শেষের দিনে ফিরল চেনা ছবি। বিজয় দশমীতে দেবী বরণ থেকে সিঁদুরখেলা, শুভেচ্ছা বিনিময় থেকে মিষ্টিমুখ- সবই হল। এবং করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজারের সুরক্ষা থেকে সামাজিক দূরত্ব, সব মেনেই দশমীর আমেজ মাখল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকল তার অজস্র মুহূর্ত।
০২১৪
লাল পাড় সাদা শাড়ি, বড় লাল টিপের চিরন্তনী সাজে অপরূপা ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল বেনারসী ব্লাউজের সঙ্গে ম্যাচ করা মাস্কে তাল মেলাল করোনা-সময়।
টলিপাড়ার গ্ল্যামকন্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে এ বারের পুজোটা বড্ড বিষণ্ণতার। একে বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারানো, অন্য দিকে অতিমারীর এমন দুর্যোগ- সব মিলিয়ে এক সময়ে ভেবেছিলেন পুজোটা বুঝি হবেই না এ বছর। শেষমেশ নিজের মতোই কাটালেন শারদীয়ার দিনগুলো। আটপৌরে বঙ্গনারীর বেশেই বরণ করলেন মা-কে।
করোনা-আবহে মাস্কের আড়াল রেখেই মা দুর্গার বরণ সারলেন আর এক টলিকন্যে ত্রিধা চৌধুরী। ইনস্টাগ্রামে ধরা রইল সেই মুহূর্তটুকু। আর সেই সঙ্গেই মনে করিয়ে গেলেন, ‘আসছে বছর আবার হবে!’
আর এক ব্যস্ত টিভি সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস- মা দুর্গাই নিয়ে যাবেন সব দুঃখ-কষ্ট-দুশ্চিন্তা। লাল ঢাকাই, সোনার গয়নায় সেজে ইনস্টাগ্রামে বিজয়ার শুভেচ্ছাবার্তায় সেটাই জানিয়ে গেলেন তিনি।
১২১৪
সরু লাল পাড় সাদা শাড়ি, রুপোর গয়নায় দশমী কাটালেন টলিপাড়ার পরিচিত মুখ শ্রুতি দাস। নেটিজেনদের জানালেন বিজয়ার শুভেচ্ছা।
১৩১৪
হবু বর রুদ্রজিতের সঙ্গে পুজো কাটল টেলিপর্দার চেনা মুখ প্রমিতা চক্রবর্তীর। জুটিতে মাতলেন সিঁদুরখেলায়। আদরে-সোহাগে মোড়া তেমনই এক মুহূর্ত ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
১৪১৪
টুকটুকে লাল শাড়িতে রাঙা হয়েই নেটিজেনদের কাছে ধরা দিলেন আর এক পরিচিত তারকা সায়ন্তনী গুহঠাকুরতা। দশমীর সবটুকু আমেজ মেখে নিলেন প্রাণভরে।