Durga Puja 2020: Sudipa Chatterjee selects her favourite pujas in 360 degree Virtual Parikrama dgtl
Durga Puja 2020
পরিযায়ী শ্রমিক মা থেকে ডাকবাক্সের মণ্ডপ- দেখুন সুদীপার পছন্দের পুজো
৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় বেছে নিলেন নিজের পছন্দ- বড়িশা ক্লাব, বেহালা নূতন দল, মানিকতলা চালতাবাগান, দমদম পার্ক তরুণ সঙ্ঘ এবং শিবমন্দিরের পুজো।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১৯:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ঘরবন্দি মনখারাপের পুজো। তাতেই এ বার ঠাকুর দেখার আনন্দ। এবং পুরোটাই ভার্চুয়াল। আমাদের এই ৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় বেছে নিলেন নিজের পছন্দ- বড়িশা ক্লাব, বেহালা নূতন দল, মানিকতলা চালতাবাগান, দমদম পার্ক তরুণ সঙ্ঘ এবং শিবমন্দিরের পুজো।
০২১১
বড়িশা ক্লাবের থিমে এ বার পরিযায়ী শ্রমিকদের কথাচিত্র। মা দুর্গা এখানে পরিযায়ী শ্রমিক এক মায়ের রূপে, কোলে সন্তান।
০৩১১
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তোলা এই প্রতিমার অনুপ্রেরণা আশির দশকে চিত্রশিল্পী বিকাশ ভটাচার্যের আঁকা বিখ্যাত পেন্টিং ‘দর্পময়ী’।
০৪১১
বেহালা নূতন দলের ভাবনায় ‘অমলের পুজো’। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ উপন্যাসকে ঘিরেই তাদের মণ্ডপসজ্জা।
০৫১১
মণ্ডপ আস্ত একটি ডাকবাক্স। অন্দরসজ্জাও ডাকঘরের আদলেই।