Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja 2020

দেবদাস-এর ‘ডোলা রে’-এর আবাহন অথবা কহানী-র বিসর্জন, বলিউড ভরপুর ঢাকের বাদ্যিতে

অনেক হিন্দি ছবিতেই দেখা গেছে দুর্গাপুজোর দৃশ্য। আজ রইল সে রকম  কিছু ছবির হদিশ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ০৯:৩০
Share: Save:
০১ ২০
দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। দীর্ঘদিন ধরেই টলিউডের অনেক ছবিতে উঠে এসেছে দুর্গাপুজোর প্রেক্ষাপট। তাই বলে যে বলিউডের ছবি পিছিয়ে আছে, তা নয়। অনেক হিন্দি ছবিতেই দেখা গেছে দুর্গাপুজোর দৃশ্য। আজ রইল সে রকম  কিছু ছবির হদিস।

দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। দীর্ঘদিন ধরেই টলিউডের অনেক ছবিতে উঠে এসেছে দুর্গাপুজোর প্রেক্ষাপট। তাই বলে যে বলিউডের ছবি পিছিয়ে আছে, তা নয়। অনেক হিন্দি ছবিতেই দেখা গেছে দুর্গাপুজোর দৃশ্য। আজ রইল সে রকম কিছু ছবির হদিস।

০২ ২০
কহানী: পরিচালক সুজয় ঘোষের ‘কহানী’ ২০১২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বিদ্যা বালনকে (বিদ্যা বাগচী)। এছাড়াও গুরুত্বপূর্ণ  ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়(সাত্যকি সিংহ) এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি(ইন্সপেক্টর ‘খান’)।

কহানী: পরিচালক সুজয় ঘোষের ‘কহানী’ ২০১২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বিদ্যা বালনকে (বিদ্যা বাগচী)। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়(সাত্যকি সিংহ) এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি(ইন্সপেক্টর ‘খান’)।

০৩ ২০
ছবিতে দেখা যায়  গর্ভবতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদ্যা বাগচী  দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছেন তাঁর নিখোঁজ স্বামী অর্ণব বাগচীর সন্ধানে। এই কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর সাত্যকি সিংহ। বিদ্যা কি আদৌ অর্ণবকে খুঁজে পাবেন? সেই প্রশ্নের উত্তর ধরেই এগোয় ছবি। পুরো ছবি জুড়েই কলকাতা, বাঙালিয়ানা ও দুর্গাপুজো আলাদা চরিত্র।

ছবিতে দেখা যায় গর্ভবতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদ্যা বাগচী দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছেন তাঁর নিখোঁজ স্বামী অর্ণব বাগচীর সন্ধানে। এই কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর সাত্যকি সিংহ। বিদ্যা কি আদৌ অর্ণবকে খুঁজে পাবেন? সেই প্রশ্নের উত্তর ধরেই এগোয় ছবি। পুরো ছবি জুড়েই কলকাতা, বাঙালিয়ানা ও দুর্গাপুজো আলাদা চরিত্র।

০৪ ২০
পরিণীতা: পরিচালক প্রদীপ সরকারের পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাস ‘পরিণীতা” অবলম্বনে তৈরি। এই ছবি ২০০৫ সালে মুক্তি পায়। মুখ্য চরিত্রে বিদ্যা বালন(ললিতা), সইফ আলি খান(শেখর) এবং সঞ্জয় দত্ত(গিরীশ-কে দেখা গিয়েছে।

পরিণীতা: পরিচালক প্রদীপ সরকারের পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাস ‘পরিণীতা” অবলম্বনে তৈরি। এই ছবি ২০০৫ সালে মুক্তি পায়। মুখ্য চরিত্রে বিদ্যা বালন(ললিতা), সইফ আলি খান(শেখর) এবং সঞ্জয় দত্ত(গিরীশ-কে দেখা গিয়েছে।

০৫ ২০
ললিতা- শেখর -গিরীশ এদের তিনজনের সম্পর্কের ওঠাপড়া নিয়েই এই ছবির প্রেক্ষাপট। ছবিটির একটি দৃশ্যে দুর্গাপুজোর সময় শেখর এবং গিরীশকে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে।

ললিতা- শেখর -গিরীশ এদের তিনজনের সম্পর্কের ওঠাপড়া নিয়েই এই ছবির প্রেক্ষাপট। ছবিটির একটি দৃশ্যে দুর্গাপুজোর সময় শেখর এবং গিরীশকে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে।

০৬ ২০
ভিকি ডোনার: সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’ ছবিটি ২০১২ সালে  মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে আয়ুষ্মান  খুরানা(ভিকি আরোরা), ইয়ামি গৌতম(অসীমা রায়) এবং অন্নু কাপুর(ডঃ বলদেব চাড্ডা)কে। এই ছবি এক পাঞ্জাবি ছেলে এবং এক বঙ্গ ললনার মিষ্টি এবং মজাদার ভালবাসার গল্প।

ভিকি ডোনার: সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’ ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা(ভিকি আরোরা), ইয়ামি গৌতম(অসীমা রায়) এবং অন্নু কাপুর(ডঃ বলদেব চাড্ডা)কে। এই ছবি এক পাঞ্জাবি ছেলে এবং এক বঙ্গ ললনার মিষ্টি এবং মজাদার ভালবাসার গল্প।

০৭ ২০
ছবিতে দেখা যায় দিল্লিবাসী পঞ্জাবি ছেলে ভিকি সেখানকারই বাঙালি মেয়ে অসীমার প্রেমে পড়ে যায়। এই ছবিতে শুধু মাত্র যে দুটো ভিন্ন সংস্কৃতির পরিবারকেই দেখা হয়েছে। এছাড়াও দিল্লির সিআর পার্কে এই প্রেমিক যুগলকে বাঙালি কমিউনিটির আয়োজিত দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং করতে দেখা গেছে।

ছবিতে দেখা যায় দিল্লিবাসী পঞ্জাবি ছেলে ভিকি সেখানকারই বাঙালি মেয়ে অসীমার প্রেমে পড়ে যায়। এই ছবিতে শুধু মাত্র যে দুটো ভিন্ন সংস্কৃতির পরিবারকেই দেখা হয়েছে। এছাড়াও দিল্লির সিআর পার্কে এই প্রেমিক যুগলকে বাঙালি কমিউনিটির আয়োজিত দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং করতে দেখা গেছে।

০৮ ২০
দেবদাস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে ২০০২  সালে মুক্তি পায় ‘দেবদাস’। পরিচালনায় ছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান(দেবদাস), ঐশ্বয রাই বচ্চন(পারো/পার্বতী), মাধুরী দিক্ষিত(চন্দ্রমুখী) এবং জ্যাকি শ্রফ(চুনীবাবু)কে।

দেবদাস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে ২০০২ সালে মুক্তি পায় ‘দেবদাস’। পরিচালনায় ছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান(দেবদাস), ঐশ্বয রাই বচ্চন(পারো/পার্বতী), মাধুরী দিক্ষিত(চন্দ্রমুখী) এবং জ্যাকি শ্রফ(চুনীবাবু)কে।

০৯ ২০
গল্প মূলত দেবদাস এবং পার্বতীর ছোটবেলার বন্ধুত্বের সম্পর্ক ভালবাসায় পরিণত হওয়া এবং তাকে ঘিরে পরিস্থিতির ওঠাপড়া নিয়ে। মূল উপন্যাসে চন্দ্রমুখী এবং পার্বতী কোনওদিন মুখোমুখি না এলেও ছবিতে তাদের এক দুর্গাপুজোর ঠাকুরদালানে পরস্পরের সঙ্গে নাচতে দেখা গিয়েছে।

গল্প মূলত দেবদাস এবং পার্বতীর ছোটবেলার বন্ধুত্বের সম্পর্ক ভালবাসায় পরিণত হওয়া এবং তাকে ঘিরে পরিস্থিতির ওঠাপড়া নিয়ে। মূল উপন্যাসে চন্দ্রমুখী এবং পার্বতী কোনওদিন মুখোমুখি না এলেও ছবিতে তাদের এক দুর্গাপুজোর ঠাকুরদালানে পরস্পরের সঙ্গে নাচতে দেখা গিয়েছে।

১০ ২০
অনুসন্ধান: শক্তি সামন্তর পরিচালনায় ১৯৮১ সালে মুক্তি পায় এই ছবি। রাখী গুলজার(রজনী), অমিতাভ বচ্চন( ইন্সপেক্টর অভিজিৎ), আমজাদ খান(কালিরাম) উৎপল দত্তের মতো  বলিষ্ঠ অভিনেতাদের এই ছবিতে দেখা গিয়েছে। এই ছবি শুধুমাত্র হিন্দিতেই নয়, বাংলাতেও ডাবিং হয়ে মুক্তি পেয়েছিল।

অনুসন্ধান: শক্তি সামন্তর পরিচালনায় ১৯৮১ সালে মুক্তি পায় এই ছবি। রাখী গুলজার(রজনী), অমিতাভ বচ্চন( ইন্সপেক্টর অভিজিৎ), আমজাদ খান(কালিরাম) উৎপল দত্তের মতো বলিষ্ঠ অভিনেতাদের এই ছবিতে দেখা গিয়েছে। এই ছবি শুধুমাত্র হিন্দিতেই নয়, বাংলাতেও ডাবিং হয়ে মুক্তি পেয়েছিল।

১১ ২০
ছবিতে দৃষ্টিহীন রজনী বিয়ে করেন ইন্সপেক্টর অভিজিৎকে । বিয়ের আগে অভিজিৎ  কুখ্যাত গুন্ডা কালিরামকে কারাগারে পাঠিয়েছে। কালিরাম জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাদের বিবাহিত জীবন দুঃস্বপ্নে পরিণত হয়। রজনী এবং অভিজিৎ এর এই সমস্যা থেকে মুক্তি পাওয়া  নিয়েই এই ছবি। এই ছবির একটি দৃশ্যে কালিরাম এবং অভিজিৎকে দুর্গাপুজোয় ঢাক বাজাতে দেখা গিয়েছে।

ছবিতে দৃষ্টিহীন রজনী বিয়ে করেন ইন্সপেক্টর অভিজিৎকে । বিয়ের আগে অভিজিৎ কুখ্যাত গুন্ডা কালিরামকে কারাগারে পাঠিয়েছে। কালিরাম জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাদের বিবাহিত জীবন দুঃস্বপ্নে পরিণত হয়। রজনী এবং অভিজিৎ এর এই সমস্যা থেকে মুক্তি পাওয়া নিয়েই এই ছবি। এই ছবির একটি দৃশ্যে কালিরাম এবং অভিজিৎকে দুর্গাপুজোয় ঢাক বাজাতে দেখা গিয়েছে।

১২ ২০
অমর প্রেম: শক্তি সামন্ত পরিচালিত বিখ্যাত এই ছবি মুক্তি পায় ১৯৭২ সালে। এটি বাংলা ছবি ‘নিশিপদ্ম’র রিমেক। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ‘হিংয়ের কচুরি’ অবলম্বনে তৈরি। মুখ্য চরিত্রে দেখা  গিয়েছে রাজেশ খন্না(আনন্দবাবু), এবং শর্মিলা ঠাকুর(পুষ্পা)কে।

অমর প্রেম: শক্তি সামন্ত পরিচালিত বিখ্যাত এই ছবি মুক্তি পায় ১৯৭২ সালে। এটি বাংলা ছবি ‘নিশিপদ্ম’র রিমেক। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ‘হিংয়ের কচুরি’ অবলম্বনে তৈরি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রাজেশ খন্না(আনন্দবাবু), এবং শর্মিলা ঠাকুর(পুষ্পা)কে।

১৩ ২০
ছবিতে শেষের দিকে দুর্গাপুজোর একটি দৃশ্য আছে। যা খুব অল্প সময়ের জন্য হলেও বিশেষ অর্থবহ। এই দৃশ্যে দেখা যায় এক ছেলে তাঁর পালিত মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক একই সময়ে আবার সারা শহর মা দুর্গাকেও স্বাগত জানাচ্ছে।

ছবিতে শেষের দিকে দুর্গাপুজোর একটি দৃশ্য আছে। যা খুব অল্প সময়ের জন্য হলেও বিশেষ অর্থবহ। এই দৃশ্যে দেখা যায় এক ছেলে তাঁর পালিত মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক একই সময়ে আবার সারা শহর মা দুর্গাকেও স্বাগত জানাচ্ছে।

১৪ ২০
গুন্ডে: ২০১৪ সালে আলি আব্বাস জাফরের পরিচালনায় মুক্তি পায় এই ছবি। ছবিতে রণবীর সিং(বিক্রম বসু),অর্জুন কাপূর(বালা ভট্টাচার্য), প্রিয়াঙ্কা চোপড়া( নন্দিতা সেনগুপ্ত) এবং ইরফান খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে।

গুন্ডে: ২০১৪ সালে আলি আব্বাস জাফরের পরিচালনায় মুক্তি পায় এই ছবি। ছবিতে রণবীর সিং(বিক্রম বসু),অর্জুন কাপূর(বালা ভট্টাচার্য), প্রিয়াঙ্কা চোপড়া( নন্দিতা সেনগুপ্ত) এবং ইরফান খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে।

১৫ ২০
এই ছবিতে দুই বন্ধু একই সঙ্গে এক ক্যাবারে ডান্সারের প্রেমে পড়ে, এবং তার পরিণতিস্বরূপ তাঁদের মধ্যে শত্রুতা তৈরি হয় । এই ছবির বেশির ভাগই কলকাতায় শুটিং হয়েছে। এই ছবিতেও একটি দৃশ্যে দুর্গাপুজোর উল্লেখ আছে।

এই ছবিতে দুই বন্ধু একই সঙ্গে এক ক্যাবারে ডান্সারের প্রেমে পড়ে, এবং তার পরিণতিস্বরূপ তাঁদের মধ্যে শত্রুতা তৈরি হয় । এই ছবির বেশির ভাগই কলকাতায় শুটিং হয়েছে। এই ছবিতেও একটি দৃশ্যে দুর্গাপুজোর উল্লেখ আছে।

১৬ ২০
লুটেরা: বিক্রামাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘লুটেরা’ ছবিটি শুরুই হয় দুর্গাপুজোর দৃশ্য দিয়ে। এখানে দেখা যায় এক জমিদার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিংহ(বরুণ শ্রীবাস্তব/নন্দু) এবং সোনাক্ষী সিংহ(পাখি রায়চৌধুরী)কে।

লুটেরা: বিক্রামাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘লুটেরা’ ছবিটি শুরুই হয় দুর্গাপুজোর দৃশ্য দিয়ে। এখানে দেখা যায় এক জমিদার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিংহ(বরুণ শ্রীবাস্তব/নন্দু) এবং সোনাক্ষী সিংহ(পাখি রায়চৌধুরী)কে।

১৭ ২০
স্বদেশ: আশুতোষ গোয়ারিকার এর পরিচালনায় ২০০৪-এ মুক্তি পায় এই ছবি।মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান(মোহন ভার্গব)কে। এই ছবিতেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ধরা দিয়েছে।

স্বদেশ: আশুতোষ গোয়ারিকার এর পরিচালনায় ২০০৪-এ মুক্তি পায় এই ছবি।মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান(মোহন ভার্গব)কে। এই ছবিতেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ধরা দিয়েছে।

১৮ ২০
ভু্লভুলাইয়া: অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি ২০০৭-এ মুক্তি পায়। এই ছবির ক্লাইম্যাক্সে দেখা যায় এক অতৃপ্ত নর্তকীর আত্মা দুর্গাষ্টমী তিথিতে তাঁর প্রেমিকের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে মঞ্জুলিকার মাধ্যমে।

ভু্লভুলাইয়া: অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি ২০০৭-এ মুক্তি পায়। এই ছবির ক্লাইম্যাক্সে দেখা যায় এক অতৃপ্ত নর্তকীর আত্মা দুর্গাষ্টমী তিথিতে তাঁর প্রেমিকের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে মঞ্জুলিকার মাধ্যমে।

১৯ ২০
দমন: কল্পনা লজমি পারিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রবিনা টন্ডন(দুর্গা)কে। তিনি বধূ নির্যাতনের শিকা্র। এক বিজয়া দশমী তিথিতে তিনি কীভাবে পিতৃতান্ত্রিক নির্যাতনকারীকে পরাজিত করে নারী শক্তির উদযাপন করেছিলেন, সেটাই এই ছবির প্রেক্ষাপট।

দমন: কল্পনা লজমি পারিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রবিনা টন্ডন(দুর্গা)কে। তিনি বধূ নির্যাতনের শিকা্র। এক বিজয়া দশমী তিথিতে তিনি কীভাবে পিতৃতান্ত্রিক নির্যাতনকারীকে পরাজিত করে নারী শক্তির উদযাপন করেছিলেন, সেটাই এই ছবির প্রেক্ষাপট।

২০ ২০
লক্ষ্মী বম্ব: সম্প্রতি অক্ষয় কুমারের পরবর্তী এই ছবির পোস্টারে দেখা গিয়েছে মা দুর্গার ছবি। এখানে দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে।  তথ্য সহায়তা: মৌমিতা ভট্টাচার্য।

লক্ষ্মী বম্ব: সম্প্রতি অক্ষয় কুমারের পরবর্তী এই ছবির পোস্টারে দেখা গিয়েছে মা দুর্গার ছবি। এখানে দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তথ্য সহায়তা: মৌমিতা ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy