Durga Puja 2020: Goddess Durga is worshipped as Kalratri on the seventh day of Navaratri dgtl
Durga Puja 2020
দেবী কালরাত্রির পুজোয় ঘটে অশুভ প্রভাবের বিনাশ
‘কাল’ শব্দের অর্থ সময়। যেখানে সব সময় বিলীন হয়ে যায়, সেটাই কালরাত্রি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১১:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
নবরাত্রির সপ্তম দিনে দুর্গা পূজিত হন কালরাত্রি রূপে। দেবীর এই রূপ কালী, মহাকালী, ভদ্রকালী, ভৈরবী, রুদ্রাণী, চামুণ্ডা এবং চণ্ডী নামেও পরিচিত।
০২১০
ভীষণদর্শনা কালরাত্রিকে ‘শুভঙ্করী’ নামেও অভিহিত করা হয়। কারণ তাঁর উপাসনার ফল আদতে শুভদায়ী।
০৩১০
তন্ত্রসাধনা ও তান্ত্রিকচর্চায় কালরাত্রি দেবী প্রাচীনকাল থেকেই পূজিত। মহাভারত, মার্কণ্ডেয় পুরাণ, স্কন্দপুরাণ, দেবী ভাগবৎ পুরাণ, বরাহপুরাণে তাঁর উল্লেখ আছে।
০৪১০
‘কাল’ শব্দের অর্থ সময়। যেখানে সব সময় বিলীন হয়ে যায়, সেটাই কালরাত্রি। আবার স্কন্দপুরাণ অনুযায়ী ‘কাল’ হলেন শিব। তাঁর স্ত্রী ‘কালী’।
০৫১০
চণ্ড ও মুণ্ড অসুরের বিনাশ করে কালীই আবার ‘চামুণ্ডা’। আবার অন্য একটি কিংবদন্তি বলে, দেবী কালী বা চামুণ্ডাই সৃষ্টি করেছেন ‘কালরাত্রি’র।
০৬১০
কালরাত্রির গায়ের বর্ণ রাতের মতোই নিকষ। চতুর্ভুজা দেবীর বাহন গাধা। কখনও আবার তিনি শবের উপর আসীন।
০৭১০
ত্রিনয়না দেবীর এক হাতে ধরা থাকে খড়গ। অন্য হাতের বজ্রমুঠিতে আবদ্ধ বিদ্যুৎ।
০৮১০
রাত্রির প্রতীক এই দেবী তাঁর ভক্তদের জীবন থেকে সব অশুভ প্রভাব বিনাশ করেন।
০৯১০
গৃহস্থদের তুলনায় সাধক ও যোগীদের মধ্যে কালরাত্রির সাধনা অনেক বেশি প্রচলিত।
১০১০
বারাণসী, বিহার, উত্তরপ্রদেশের মির্জাপুর, পঞ্জাবের পটিয়ালায় দেবী কালরাত্রির মন্দিরে পুণ্যার্থী সমাগম হয় নবরাত্রিতে। তথ্য সহায়তাঃ অর্পিতা রায়চৌধুরী।