Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja 2020

পুজো ধরা থাক ব্লাউজের পিঠে, শাড়ির আঁচলে

সাহসী ডিজাইনে, গভীর কাটে হয়ে উঠতে ইচ্ছে করে লাস্যময়ী কন্যে? আছে, আছে, সে সুযোগও আছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১২:৩০
Share: Save:
০১ ১৪
পুজো, নারী এবং শাড়ি- সব সময়েই এক সরল রেখায় জোড়া। পরিস্থিতি যা-ই হোক, যেমনই থাক মনের হাল, পুজোয় বঙ্গকন্যা শাড়িতেই অনন্যা। কিন্তু শুধু শাড়ি হলেই তো হল না, ব্লাউজেও চাই চমক। দেখে নেওয়া যাক, পুজোয় ডিজাইনার ব্লাউজের ফ্যাশন।

পুজো, নারী এবং শাড়ি- সব সময়েই এক সরল রেখায় জোড়া। পরিস্থিতি যা-ই হোক, যেমনই থাক মনের হাল, পুজোয় বঙ্গকন্যা শাড়িতেই অনন্যা। কিন্তু শুধু শাড়ি হলেই তো হল না, ব্লাউজেও চাই চমক। দেখে নেওয়া যাক, পুজোয় ডিজাইনার ব্লাউজের ফ্যাশন।

০২ ১৪
কেমন হবে যদি আস্ত পুজোটাই উঠে আসে ব্লাউজের গায়ে কিংবা শাড়ির আঁচলে? ঠাকুর দেখতে বেরিয়ে পুজোর খুঁটিনাটি যদি দেখা হয়ে যায় তাতেই? কিংবা ব্লাউজের কাট যদি হয় গহীনে ডুব দেওয়া, অসীম সাহসী? সাজ যদি হয় এমন গল্প-বলা, শারদীয়ার দিনগুলোয় নজর কাড়ছেন কিন্তু আপনিই!

কেমন হবে যদি আস্ত পুজোটাই উঠে আসে ব্লাউজের গায়ে কিংবা শাড়ির আঁচলে? ঠাকুর দেখতে বেরিয়ে পুজোর খুঁটিনাটি যদি দেখা হয়ে যায় তাতেই? কিংবা ব্লাউজের কাট যদি হয় গহীনে ডুব দেওয়া, অসীম সাহসী? সাজ যদি হয় এমন গল্প-বলা, শারদীয়ার দিনগুলোয় নজর কাড়ছেন কিন্তু আপনিই!

০৩ ১৪
ঠিক এমন সাজেই এ বার পুজোয় শাড়ি, ব্লাউজ সাজিয়ে তুলছেন ডিজাইনার সায়ন্তী ঘোষ। তাঁর কথায়, পুজোর ফ্যাশনে ‘ইন’ এ বার জামদানি ব্লাউজ। আর তাতেই তুলে ধরেছেন লোকশিল্পকেও। মধুবনী থেকে বাটিক, কাঁথাকাজ থেকে এমব্রয়ডারি- থাকছে সবই।

ঠিক এমন সাজেই এ বার পুজোয় শাড়ি, ব্লাউজ সাজিয়ে তুলছেন ডিজাইনার সায়ন্তী ঘোষ। তাঁর কথায়, পুজোর ফ্যাশনে ‘ইন’ এ বার জামদানি ব্লাউজ। আর তাতেই তুলে ধরেছেন লোকশিল্পকেও। মধুবনী থেকে বাটিক, কাঁথাকাজ থেকে এমব্রয়ডারি- থাকছে সবই।

০৪ ১৪
ব্লাউজের পিঠে বা শাড়ির আঁচলে সায়ন্তী ফুটিয়ে তুলছেন পুজোর নানা আচার অনুষ্ঠান। ষষ্ঠীতে যেমন দেবীর বোধনে পুজো শুরু। উমাকে স্বাগত জানানোর সেই শুভ মুহূর্তই ধরা রয়েছে সাদা ব্লাউজে, বাহারি এমব্রয়ডারিতে।

ব্লাউজের পিঠে বা শাড়ির আঁচলে সায়ন্তী ফুটিয়ে তুলছেন পুজোর নানা আচার অনুষ্ঠান। ষষ্ঠীতে যেমন দেবীর বোধনে পুজো শুরু। উমাকে স্বাগত জানানোর সেই শুভ মুহূর্তই ধরা রয়েছে সাদা ব্লাউজে, বাহারি এমব্রয়ডারিতে।

০৫ ১৪
ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনিতে, উদাত্ত মন্ত্রোচ্চারণে সপ্তমীর ভোরে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পালা। তার পরেই কলাবৌ যায় স্নানে। লালপেড়ে শাড়িতে নদীর জলে স্নান সেরে ফিরে আসে মণ্ডপে। সপ্তমীর উজ্জ্বল হলুদ ব্লাউজের সঙ্গে শ্বেতশুভ্র শাড়ির শুদ্ধ সাজে যদি থাকে সেই স্নানের গল্প?

ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনিতে, উদাত্ত মন্ত্রোচ্চারণে সপ্তমীর ভোরে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পালা। তার পরেই কলাবৌ যায় স্নানে। লালপেড়ে শাড়িতে নদীর জলে স্নান সেরে ফিরে আসে মণ্ডপে। সপ্তমীর উজ্জ্বল হলুদ ব্লাউজের সঙ্গে শ্বেতশুভ্র শাড়ির শুদ্ধ সাজে যদি থাকে সেই স্নানের গল্প?

০৬ ১৪
অষ্টমী মানে অঞ্জলি, অষ্টমী মানে সকাল সকাল স্নান সেরে চওড়া লালপাড় গরদ। অষ্টমী মানে কাজলটানা চোখ, অষ্টমী মানে বড়সড় টিপ। আর অঞ্জলি সেরে মায়ের কাছেমনের কথা সবটুকু খুলে বলা। সঙ্গে থাক ম্যাচিং লাল ব্লাউজে সপরিবার দুর্গা।

অষ্টমী মানে অঞ্জলি, অষ্টমী মানে সকাল সকাল স্নান সেরে চওড়া লালপাড় গরদ। অষ্টমী মানে কাজলটানা চোখ, অষ্টমী মানে বড়সড় টিপ। আর অঞ্জলি সেরে মায়ের কাছেমনের কথা সবটুকু খুলে বলা। সঙ্গে থাক ম্যাচিং লাল ব্লাউজে সপরিবার দুর্গা।

০৭ ১৪
নবমীর সন্ধ্যারতি। ঢাক আর কাঁসরের তালে জমে যাবে ধুনুচি নাচ। ঝলমলে লাগুক সোনালি শাড়িতে। গাঢ় সবুজ ব্লাউজে ফুটে থাক কাশের গুচ্ছ। তাতেই সেজে উঠে যে ঢাক বেঁধে দেয় নাচের ছন্দ!

নবমীর সন্ধ্যারতি। ঢাক আর কাঁসরের তালে জমে যাবে ধুনুচি নাচ। ঝলমলে লাগুক সোনালি শাড়িতে। গাঢ় সবুজ ব্লাউজে ফুটে থাক কাশের গুচ্ছ। তাতেই সেজে উঠে যে ঢাক বেঁধে দেয় নাচের ছন্দ!

০৮ ১৪
দশমীর সকাল থেকেই ঘিরে ধরে একরাশ বিষণ্ণতা। ছেলেমেয়েদের নিয়ে এ বার উমা ফিরে যাবেন শ্বশুরবাড়ি। দেবীকে সিঁদুর ছুঁইয়ে বলার পালা ‘আবার এসো মা।’ বরণ সেরে বঙ্গনারী মেতে ওঠে সিঁদুরখেলায়। সে দৃশ্যই বরং ধরা থাক সিঁদুর লাল ব্লাউজের পিঠে।

দশমীর সকাল থেকেই ঘিরে ধরে একরাশ বিষণ্ণতা। ছেলেমেয়েদের নিয়ে এ বার উমা ফিরে যাবেন শ্বশুরবাড়ি। দেবীকে সিঁদুর ছুঁইয়ে বলার পালা ‘আবার এসো মা।’ বরণ সেরে বঙ্গনারী মেতে ওঠে সিঁদুরখেলায়। সে দৃশ্যই বরং ধরা থাক সিঁদুর লাল ব্লাউজের পিঠে।

০৯ ১৪
আর ব্লাউজে যদি এক্কেবারে অন্য রকম গল্প বলতে ইচ্ছে করে? সাহসী ডিজাইনে, গভীর কাটে হয়ে উঠতে ইচ্ছে করে লাস্যময়ী কন্যে? আছে, আছে, সে সুযোগও আছে। ভরা যৌবনের ইশারায়, শরীরী উঁকিঝুঁকিতে মোহময়ী হয়ে ওঠার হদিস মিলল ডিজাইনার অনুশ্রী মলহোত্রর কাছে।

আর ব্লাউজে যদি এক্কেবারে অন্য রকম গল্প বলতে ইচ্ছে করে? সাহসী ডিজাইনে, গভীর কাটে হয়ে উঠতে ইচ্ছে করে লাস্যময়ী কন্যে? আছে, আছে, সে সুযোগও আছে। ভরা যৌবনের ইশারায়, শরীরী উঁকিঝুঁকিতে মোহময়ী হয়ে ওঠার হদিস মিলল ডিজাইনার অনুশ্রী মলহোত্রর কাছে।

১০ ১৪
“ব্লাউজে এখন তুমুল চাহিদা নিত্যনতুন ডিজাইনের। যা সাধারণ শাড়ির সাজকেও বদলে দিচ্ছে পুরোপুরি। তাই পুজোয় সাজিয়ে তুলছি বিকিনি ব্লাউজে।” - বলছিলেন অনুশ্রী। তবে হ্যাঁ, ক্যারি করতে জানতে হবে। না হলে কিন্তু সাজটাই মাটি!

“ব্লাউজে এখন তুমুল চাহিদা নিত্যনতুন ডিজাইনের। যা সাধারণ শাড়ির সাজকেও বদলে দিচ্ছে পুরোপুরি। তাই পুজোয় সাজিয়ে তুলছি বিকিনি ব্লাউজে।” - বলছিলেন অনুশ্রী। তবে হ্যাঁ, ক্যারি করতে জানতে হবে। না হলে কিন্তু সাজটাই মাটি!

১১ ১৪
বিকিনি ব্লাউজে হাটখোলা, উন্মুক্ত ক্লিভেজ, খোলা পিঠেও ভরপুর শরীরী ইশারা। এই ব্লাউজ বেছে নিন ‘গ্ল্যাম অ্যান্ড জ্যাম’ পার্টিতে। যেখানে রাখঢাকের বালাই নেই এতটুকুও। বরং চোখ টানার সাহস আছে দুর্নিবার!

বিকিনি ব্লাউজে হাটখোলা, উন্মুক্ত ক্লিভেজ, খোলা পিঠেও ভরপুর শরীরী ইশারা। এই ব্লাউজ বেছে নিন ‘গ্ল্যাম অ্যান্ড জ্যাম’ পার্টিতে। যেখানে রাখঢাকের বালাই নেই এতটুকুও। বরং চোখ টানার সাহস আছে দুর্নিবার!

১২ ১৪
ব্যাকলেস ব্লাউজ। ডিপ প্লাঞ্জিং নেকলাইন। প্যাডেড ব্লাউজে সামনের দিকটায় হুক, পিছনের দিকে দড়ির বাঁধন। এর, ওর, তার অবাধ্য নজর চলে যাবেই এ দিক-সেদিক! আটকাতে পারবেন না। ইচ্ছেও নেই নিশ্চয়ই?

ব্যাকলেস ব্লাউজ। ডিপ প্লাঞ্জিং নেকলাইন। প্যাডেড ব্লাউজে সামনের দিকটায় হুক, পিছনের দিকে দড়ির বাঁধন। এর, ওর, তার অবাধ্য নজর চলে যাবেই এ দিক-সেদিক! আটকাতে পারবেন না। ইচ্ছেও নেই নিশ্চয়ই?

১৩ ১৪
হাত খোলা। কাঁধ, পিঠও। বুকেরও অনেকখানিই থাকবে অনাবৃত। ফলে মেকআপ কিন্তু করতে হবে বুঝেশুনে, যাতে সবটা এক রকম দেখায়। তাই সাজতে বসুন পুরোপুরি মনোযোগ দিয়ে। মেকআপ যেন ব্লেন্ড করে ঠিক মতো।

হাত খোলা। কাঁধ, পিঠও। বুকেরও অনেকখানিই থাকবে অনাবৃত। ফলে মেকআপ কিন্তু করতে হবে বুঝেশুনে, যাতে সবটা এক রকম দেখায়। তাই সাজতে বসুন পুরোপুরি মনোযোগ দিয়ে। মেকআপ যেন ব্লেন্ড করে ঠিক মতো।

১৪ ১৪
ভিড়ের মধ্যে নৈব নৈব চ। ফর্ম্যাল অনুষ্ঠানে একেবারেই নয়। বড়দের সামনে পরবেন? সেটা ভাবতে হবে আপনাকেই। তবে বন্ধুদের পার্টিতে বিকিনি ব্লাউজ কিন্তু হিট! তারপর? আপনিই ‘টক অফ দ্য টাউন’! ফটোগ্রাফারঃ বিজয়া দত্ত (সায়ন্তী ঘোষের কালেকশনের ক্ষেত্রে),তথ্য সহায়তাঃ স্রবন্তী বন্দ্যোপাধ্যায়, পরমা দাশগুপ্ত ।

ভিড়ের মধ্যে নৈব নৈব চ। ফর্ম্যাল অনুষ্ঠানে একেবারেই নয়। বড়দের সামনে পরবেন? সেটা ভাবতে হবে আপনাকেই। তবে বন্ধুদের পার্টিতে বিকিনি ব্লাউজ কিন্তু হিট! তারপর? আপনিই ‘টক অফ দ্য টাউন’! ফটোগ্রাফারঃ বিজয়া দত্ত (সায়ন্তী ঘোষের কালেকশনের ক্ষেত্রে),তথ্য সহায়তাঃ স্রবন্তী বন্দ্যোপাধ্যায়, পরমা দাশগুপ্ত ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy