‘ফেলুদা’ সিরিজের এই ছবির প্রেক্ষাপটে কাশীর বনেদি ঘোষালবাড়ি। পরিবারের সম্পদ বহু মূল্যবান সোনার গণেশ মূর্তি হাতাতে চায় লোভী ব্যবসায়ী মগনলাল মেঘরাজ। সেই মূর্তিকে বাঁচাতে তা দুর্গার বাহন সিংহের মুখে লুকিয়ে রেখেছিল বাড়ির কনিষ্ঠতম সদস্য রুকু। সেখান থেকেও সেটি চুরি যায়। মূর্তি উদ্ধারের দায়িত্ব পড়ে গোয়েন্দা ‘ফেলুদা’ উপর। সেই রহস্যের সমাধান নিয়েই এই ছবি।
দেবী: সত্যজিৎ রায়ের এ ছবি মুক্তি পায় ১৯৬০ সালে। প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছোটগল্প‘দেবী’ অবলম্বনে তৈরি এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর (দয়াময়ী) এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (উমাপ্রসাদ)। ছিলেন করুণা বন্দ্যোপাধ্যায় (হরসুন্দরী), ছবি বিশ্বাস (কালীকিঙ্কর রায়), অনিল চট্টোপাধ্যায়ের (ভূদেব) মতো বলিষ্ঠ অভিনেতারাও।
এক দুর্গাপুজোয় রতনলালবাবুর বাড়ি উপস্থিত হয় গন্ধর্বকুমার। নিজকে সে রতনলালের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী বলে দাবি করে। সম্পত্তির মধ্যে একটি মহামূল্যবান হীরের আংটিও ছিল। পরে জানা যায়, সে আদপে গন্ধর্ব কুমারই নয়। তার আসার আসল উদ্দেশ্য ছিল ওই আংটি চুরি করা। পরে সে কি আদৌ আংটি চুরি করে? সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে।
বেলাশেষে: পরিচালক জুটি নন্দিনী রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ২০১৫ সালে মুক্তি পায় এ ছবি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়(বিশ্বনাথমজুমদার) এবং স্বাতীলেখা সেনগুপ্তকে (আরতি)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, মনামি ঘোষ, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।
এক দুর্গাপুজোয় বিশ্বনাথ মজুমদার তাঁর পরিবারের সকলকে বাড়িতে একত্রিত হতে বলেন কিছু কথা জানানোর উদ্দেশ্যে। তারা এলে তিনি জানান ৪৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চান। স্ত্রী আরতিরও তাতে দ্বিমত নেই। আইনি ব্যবস্থাও নিয়েছেন তিনি। আদালত তাদের ১৫ দিন সময় দেয় একসঙ্গে কাটানোর জন্য। এরপরে কি আদৌ দাঁড়ি পড়ে ছিল দাম্পত্য জীবনে? সেটাই ছবির প্রেক্ষাপট।
১৯ শতকে হেন্সম্যান অ্যান্টনি নামের এক পর্তুগিজ সাহেব বাংলা কবি গানের চর্চা শুরু করেন। তাঁর দক্ষতা সমকালীন অনেক গুণী কবিয়ালদের পিছনে ফেলে দিয়েছিল। ফলে এই সাহেব অনেকেরই চক্ষুশূল হয়ে ওঠেন। ওই পরিস্থিতিতেও তিনি কবিগানের চর্চা বন্ধ করেননি। কবিগানের প্রতি তাঁর ভালবাসা এই ছবির মূল বিষয়। এ ছবিতেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উল্লেখ আছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy