Durga Puja 2020: Anupam Roy selects his favourite pujas in 360 degree virtual pandal hopping dgtl
Durga Puja 2020
পথের পাঁচালী থেকে ঝাঁটা-ঝুঁড়ির শিল্প- দেখুন অনুপমের চোখে সেরা পুজো
৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় জনপ্রিয় গায়ক অনুপম রায়ের নজর কেড়েছে খিদিরপুর ২৫ পল্লি, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, হাতিবাগান সর্বজনীন, কাঁকুড়গাছি স্বপ্নের বাগান এবং দমদম পার্ক ভারত চক্রের থিম।
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১৯:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
ঘরবন্দি মনখারাপের পুজো। তাতেই এ বার ঠাকুর দেখার আনন্দ। এবং পুরোটাই ভার্চুয়াল। আমাদের এই ৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমায় জনপ্রিয় গায়ক অনুপম রায়ের নজর কেড়েছে খিদিরপুর ২৫ পল্লি, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, হাতিবাগান সর্বজনীন, কাঁকুড়গাছি স্বপ্নের বাগান এবং দমদম পার্ক ভারত চক্রের থিম।
০২০৯
লকডাউনের প্রেক্ষাপটে খিদিরপুর ২৫ পল্লি সর্বজনীনের মণ্ডপে হাজির বিরাটাকার একটি ঝাঁটা।
০৩০৯
ঝাঁটা-ঝুড়ির শিল্পকর্মেই সেজেছে মণ্ডপ ও তার অন্দর। প্রতিমার সাজ আঞ্চলিক ধাঁচে।