Durga Puja 2020: A bunch of tollywood new releases this pujo dgtl
Durga Puja 2020
পুজোর পর্দায় মিমি, নুসরত, কোয়েল, স্বস্তিকারা
পুজোর দিনগুলো জমিয়ে দিতে হাজির হচ্ছে একগুচ্ছ বাংলা সিনেমাও। কোনওটি মুক্তি পাচ্ছে পুজোর মরসুমে, আবার কোনওটি পুজোর মধ্যেই।
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ১৭:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
আশঙ্কা, জল্পনা, সবেরই অবসান ঘটিয়ে সিনেমা হল খুলে যাচ্ছে অবশেষে। পুজোর দিনগুলো জমিয়ে দিতে হাজির হচ্ছে একগুচ্ছ বাংলা সিনেমাও। কোনওটি মুক্তি পাচ্ছে পুজোর মরসুমে, আবার কোনওটি পুজোর মধ্যেই। কোন কোন বাংলা ছবি আসতে চলেছে এই পুজোতে? দেখে নেওয়া যাক এক ঝলকে।
০২১৮
কানাঘুষো শোনা গিয়েছিল, এই পুজোয় নাকি এসভিএফ-এর প্রযোজনা ও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আসছে। কিন্তু দিন কয়েক আগে প্রযোজনা সংস্থার তরফে এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে এই ছবিটি প্রেক্ষাগৃহে আনতে পারছেন না তাঁরা। তবে দর্শকদের নিরাশও করেনি ওই প্রযোজনা সংস্থা।
০৩১৮
পরিবর্তে মুক্তি পাচ্ছে তাদেরই আর এক আলোচিত ছবি ড্রাকুলা স্যর। মুখ্য ভূমিকায় টলি টাউনের দুই হেভিওয়েট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং মিমি চক্রবর্তী। পরিচালনায় রয়েছেন দেবালয় ভট্টাচার্য।
০৪১৮
নামের মধ্যে লুকিয়ে রহস্য। স্যার কী করে ড্রাকুলা হতে পারেন? এই প্রশ্নে অনির্বাণ বলছিলেন, “মানুষের মধ্যে অ্যাবনর্মালিটি থাকলেই আমরা সেটা নিয়ে আগে কথা বলি। কালো, বেঁটে, মোটা, কানা, কালা ইত্যাদি। এখানে এক জন শিক্ষক, তাঁর সামনে দুটো দাঁত- সেই নিয়ে গল্প। ছাত্ররা সামনে না হলেও পিছনে তাকে নিয়ে কথা বলছে।”
০৫১৮
এক সাদামাঠা প্রাইমারি স্কুল শিক্ষকের দু’টি বেখাপ্পা দাঁতের সৌজন্যে ছাত্রেরা তাঁকে আড়ালে ডাকে ড্রাকুলা স্যর বলে। নিপাট ভালমানুষ, গোবেচারা সেই শিক্ষকের জীবন সেই ঠাট্টার প্রতিকূলতা পেরিয়ে শেষমেশ কোন খাতে বইল, সেটাই এ ছবির গল্প।
০৬১৮
এ বছরের পুজোয় কেল্লাফতে মিমি চক্রবর্তীর। ‘ড্রাকুলা স্যর’ তো আসছেই। সেই সঙ্গেই এ বার পুজোয় মুক্তি পাচ্ছে মিমির আরও একটি ছবি, ‘এসওএস কলকাতা’। শুধু মিমিই নন। ছবিতে রয়েছেন নুসরত জাহান, এনা সাহা এবং যশ দাশগুপ্তর মতো শিল্পীরাও। এই ছবিতেই প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন এনা।
০৭১৮
ছবির টিজার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। করোনা আবহে আনলকডাউনেই শুট হয়েছে ছবিটি। নুসরতের ইনস্টাগ্রাম পেজে চোখ বোলালেই বোঝা যাবে নতুন ছবি নিয়ে উত্তেজনায় ভরপুর এই সাংসদ অভিনেত্রী। কালো টপ, রিপড জিনস আর গা ভর্তি ট্যাটু! নুসরত জাহান কন্ট্রোল রুম থেকে নির্দেশ দিচ্ছেন, গাড়ি থেকে না বেরোতে। আপ্রাণ চেষ্টা করছেন এজেন্ট ৯-কে খোঁজার... ছবির মূল বিষয় সন্ত্রাসবাদীদের সঙ্গে সমাজের রক্ষকদের লড়াই।
০৮১৮
যশের পাশাপাশি নুসরতের ফাইট সিকোয়েন্স যেন ‘চেরি অন দ্য কেক’। পরিচালনায় অংশুমান প্রত্যুষ। দুই সুন্দরী সাংসদ, যশের মতো হ্যান্ডসাম হাঙ্ক এবং এনার মিষ্টতা... সব মিলিয়ে এসওএস কলকাতার সঙ্গে জমে যাক আপনার পুজো!
০৯১৮
ছবির পরিচালক সৌকর্য ঘোষাল। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুজোতে মুক্তি পেতে চলেছে এই ছবিটিও। ভরপুর অ্যাকশন, থ্রিলার, আর কোয়েলের স্টান্ট...সবই দেখা যাবে এই ছবিতে।
১০১৮
ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল গত ১০ এপ্রিল। কিন্তু করোনা আবহে তা ভেস্তে যায়। এ বার ফিরছে সে। সঙ্গে ফিরছেন কোয়েলও। সন্তান হওয়ার পরে এটিই তাঁর প্রথম হল রিলিজ। রহস্যের গন্ধ খুঁজতে আপনারা তৈরি তো?
১১১৮
শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ থেকে এই পুজোয় নতুন ছবি মুক্তি না পেলেও পুনরায় মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত ওই ছবিটি হলে মুক্তির মাত্র ১০ দিন পরেই করোনার কারণে বন্ধ করে দিতে হয়। যদিও ওই ১০ দিনেই বেশ ভালই ব্যবসা করেছিল ছবিটি।
১২১৮
শিবপ্রসাদ জানালেন, “লকডাউনের সময়ে অনলাইনে এই ছবিটির মুক্তির জন্য আমার কাছে কিন্তু বেশ কয়েক বার অফার এসেছিল। আমি তাঁদের বলেছিলাম আমার ছেলেমেয়েরা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে। হল খুললে তাতেই আবার রিলিজ করতে দিন ছবি।” অবশেষে তাই হচ্ছে। পুজোর আবহে ঋতাভরীর ‘দশহাত’ এবং ‘ব্রহ্মা জানেন’।
১৩১৮
সুরিন্দর ফিল্মসের ডবল ধামাকা। এক দিকে মুক্তি পাচ্ছে ‘রক্তরহস্য’। অন্য দিকে, ‘লভ স্টোরি’। অভিনয়ে বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা। ছবির মুক্তির কথা ছিল গত বছর পুজোর মরসুমেই। কিন্তু বিশেষ কারণে তা পিছিয়ে যায়। অবশেষে বছরখানেক পরে হলে দেখা যাবে ছবিটি।
১৪১৮
পুজোতে হাজির হচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ‘গুলদস্তা’ নিয়ে। পরিচালক অর্জুন দত্ত। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়। দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুভব কাঞ্জিলাল (দেবযানীর ছেলের চরিত্রে) এবং অনুরাধা মুখোপাধ্যায়।
১৫১৮
শিব্রাম চক্রবর্তীর গল্প অবলম্বনে এই মজার ছবিও মুক্তি পাচ্ছে পুজোতেই। রয়েছেন টলিপাড়ার নামজাদা অভিনেতারা। সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, অপরাজিতা আঢ্য, খেয়ালি দস্তিদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনামিকা সাহা, শুভাশিস মুখোপাধ্যায়-সহ অনেকেই।
১৬১৮
অভিজিৎ মুখোপাধ্যায়—পেশায় চিত্র পরিচালক। তাঁর পরপর তিনটি ছবিই তাঁর বক্স অফিসে ফ্লপ। তবু ছবি বানানোর স্বপ্ন তিনি ছাড়েননি। ঠিক করেন, ‘একটি অসমাপ্ত গল্প’ বইটির গল্প পর্দায় নিয়ে আসবেন তিনি। সেই মতোই প্রযোজক অঞ্জনের খোঁজ শুরু করেন তিনি। পেয়েও যান। কী হয় তারপর? এই গল্প নিয়েই ছবি ‘এ ভাবেই গল্প হোক’। মুক্তি পাবে এই পুজোতেই।
১৭১৮
ছবিটির পরিচালনায় রোহন সেন। শুনলে অবাক হবেন পরিচালকের বয়স কিন্তু মাত্র উনিশ বছর। পরিচালক অভিজিৎ মুখোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত। প্রযোজক অঞ্জনের চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে। এ ছাড়াও ছবিতে রয়েছেন আনন্দ চৌধুরী, রূপাঞ্জনা মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায় এবং শাশ্বতী গুহ ঠাকুরতা।
১৮১৮
সাহেবের কাটলেট: তা হলে? হাতে হাত আর সিনেমা হলের কর্নার সিটে অনুরাগের প্রথম ছোঁয়া... পুজো জমে যাক বাংলা ছবির সঙ্গে। কী বলেন!