রুপোর গয়নার রকমারি কালেকশন পেতে ঢুঁ মারতেই পারেন যোধপুর পার্কের ‘গ্লো-এন-গ্লিটার’-এর মতো কলকাতার বেশ কিছু অভিজাত রুপোর গয়নার ঠেকে। নেকলেস, চোকার, ঝুমকো, বালা— হরেক ডিজাইনের সিলভার গয়নার সুলুকসন্ধান মিলবে এখানেই।
০৩১২
নবমীর রাতে একরাঙা তসর কিংবা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরে ফেলুন এই প্রকার নেকপিস ও কানের সেট। ‘টার্কওয়েস স্টোন’ যুক্ত এই সেটের দাম ১৬ হাজারের কাছাকাছি। সঙ্গে অতিরিক্ত কর।
০৪১২
দুর্গার নকশা কাটা এই প্রকার পেনডেন্ট ও কানের দুলের সেট পরেই সাজে আনতে পারেন আভিজাত্যের ছোঁয়া। এ রূপ সেটের দাম শুরু ৫ হাজার টাকা থেকে। হালকা সাজের সঙ্গেই খুলবে এই সেটের সৌন্দর্য।
০৫১২
ভারী গয়না পরতে ভালবাসেন? তবে এ রকম লম্বা রুপোর হার ও কানের দুলেই করুন পুজোর সাজে বাজিমাত! নিখুঁত দুর্গা নকশা-যুক্ত এই সেটের দাম ৩৪ হাজার ৫০০ টাকা। বাজেট বেশি থাকলে পুজোয় পরতেই পারেন এই সেট।
০৬১২
গলায় কিছু পরতে না চাইলে কানে পরে ফেলুন এ রূপ চাঁদবালি। শাড়ি, কুর্তি কিংবা চুড়িদারের সঙ্গে পুজোর সাজ জমিয়ে দিতে রঙিন পাথর-যুক্ত এই প্রকার দুলের কোনও তুলনা হবে না। দাম ৬ হাজার ২০০ টাকা।
০৭১২
পুজোতেও হালকা সাজগোজ পছন্দ? কানে পরে ফেলুন রুপো ও মুক্তোর যুগলবন্দিতে তৈরি এই ঝুমকো। এই ঝুমকোর দাম ৪ হাজার ৯৫০ টাকা। তবে পোশাকের সঙ্গে খাপ খাইয়ে তবেই পরুন সিলভার গয়না।
০৮১২
কেবল পুজোর সাজে নয় রুপো হতেই পারে সারা বছরের সঙ্গী। কোনও ঘরোয়া অনুষ্ঠান কিংবা অফিসের কোনও পার্টি, হাতে এমন একটা ডুয়াল টোন ব্রেসলেট থাকলেই আপনার সাজে আসবে অভিজাত লুক। দাম একেবারেই ২ হাজারের মধ্যে।
০৯১২
হাতে একটি বালা অথবা চওড়া বাহুবন্ধ পরলেই শেষ পুজোর সাজ! হাতের এই বালাই আপনার পুজোর সাজে এনে দেবে একটা ট্রাইবাল টাচ। এই প্রকার বালা পেয়ে যাবেন দশ থেকে পনেরো হাজারের মধ্যে।
১০১২
হাতের পরুন ওভারসাইজড আংটি। রঙিন পাথর বসানো নিখুঁত হাতের কাজের এই আংটি আপনার সাজে এনে দেবে ট্রেন্ডি ফ্যাশনেবল লুক। ১৫০০- ৫০০০ টাকায় আপনি পেয়ে যাবেল এই প্রকার রুপোর আংটির সম্ভার।
১১১২
শাড়ি কিংবা ইন্ডো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরে ফেলতে পারেন এই রকম রুপোর মল। দাম ১১ হাজার ২০০ টাকা। এতে আপনার সাজে আসবে আভিজাত্যের ছোঁয়া এবং একই সঙ্গে পাবেন একটা ট্রেন্ডি লুক।
১২১২
উৎসবের মরসুমে কেবল নিজেকে নয় সাজিয়ে তুলুন নিজের ঘরগেরস্থালিও। ‘গ্লো-এন-গ্লিটার’-এ আপনি পেয়ে যাবেন গৃহসজ্জার রকমারি সরঞ্জাম। অন্দরসাজের ভাবনায় সর্বদা রাখুন নিজস্ব রুচিবোধের ছোঁয়া।