Durga Puja 2019: Puja celebration of outside of India dgtl
puja
অভিনব ভাবনায় পিছিয়ে নেই বিদেশের এ সব পুজোও!
বাঙালির এই উদ্দীপনার ছবিটা গোটা বিশ্বেই এক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১৬:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
নবমীনিশিতে বাঙালি যেন শেষ মুহূর্তের উৎসবের সবটুকু আনন্দ লুটেপুটে নিতে চায়। শুধু কলকাতাতেই নয়, বাঙালির এই উদ্দীপনার ছবিটা গোটা বিশ্বেই এক। পুজোয় পিছিয়ে নেই প্রবাসও। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুরের পুজোয় ধরা পড়ল সেই ছবিই।
০২১৮
এ বছর এই পুজো উদ্বোধনের জন্য সিঙ্গাপুরে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রদীপ জ্বালিয়ে এই পুজোর সূচনা করেন তিনি।
০৩১৮
উদ্বোধের পর সকলের সঙ্গে হইহুল্লোড় ও আনন্দে মেতে উঠেছিলেন ঋতুপর্ণা। পুজোপ্রাঙ্গন মেতে ওঠে তাঁর উপস্থিতিতে। ঢাক বাজিয়ে সকলের মন জয় করেন।
০৪১৮
প্রায় চল্লিশ বছর ধরে চলে আসছে নাইজেরিয়ার লাগোসে দেবীবন্দনা।
০৫১৮
পুজোর আনন্দে সেখানে মাতোয়ারা কচিকাঁচার দল। খাওয়াদাওয়া, আড্ডার আমেজে মজে আছেন এখানকার অধিবাসীরা। এ যেন বাংলার কলকাতার দুর্গা পুজোরই একটুকরো ছবি।
পুজোর আয়োজন ফোটোসেশন ছাড়া অসম্পূর্ণই রয়ে যায় । তাই পুজো কমিটির সদস্যরা একজোটে ছবি তোলায় মেতে ওঠেন সকলে।
০৮১৮
প্রবাসে দুর্গা পুজোর আয়োজনে পিছিয়ে নেই সান দিয়েগোও । সেখানে মণ্ডপসজ্জার কাজে অংশগ্রহণ করেন কমিটির সদস্যরাই।
০৯১৮
পুজোর কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেন সকলে। ভোগ বিতরণ থেকে বিসর্জন— সব খুঁটিনাটি দিকেই থাকে তাঁদের কড়া নজর।
১০১৮
অষ্টমীর সকালেও দেবী আরাধনায় মগ্ন ছিলেন সান দিয়েগোর বাঙালিরা। পরনে বাঙালি পোশাক আর সংস্কৃত মন্ত্রে বিদেশ-বিভুঁই যেন এক খণ্ড দেশ।
১১১৮
নিউ ইয়র্ক কালী মন্দিরের দুর্গা পুজো এ বার পনেরো বছরে পা দিল । প্রবাসে হলেও সব রকম নিয়ম মেনেই এখানে দুর্গোৎসব পালিত হয় ।
১২১৮
পুজোর সঙ্গেই থাকে জমিয়ে খাওয়াদাওয়ারও আয়োজন। বাসিন্দারা এই চার দিন পুজো মণ্ডপেই ভোজ সারেন।
১৩১৮
উত্তর মিউনিখে অবস্থিত প্রশস্ত সভাগৃহে আয়োজিত হয়েছে এই পুজো। কলকাতার কুমোরটুলির অমরনাথ ও কৌশিক ঘোষের তৈরি প্রতিমাই এ বার তাদের বিগ্রহ।
১৪১৮
মিউনিখে বসবাসকারী ভারতীয় এবং বাংলাদেশের বাঙালিরা সম্মিলিত ভাবে এই পুজোর আয়োজন করেছেন।
১৫১৮
গান, নাচ, খাওয়াদাওয়া, অঞ্জলি, ফোটোসেশন আর প্রাণভরা আনন্দে জমে গিয়েছে মিউনিখের প্রথম বছরের দুর্গোৎসব।
১৬১৮
‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব ফিনল্যান্ড’ দ্বারা আয়োজিত দুর্গা পুজো এ বছর একুশে পা দিল। শনিবার ও রবিবার পুজোর প্রধান দিন হলেও মণ্ডপ সজ্জা ও আনুষঙ্গিক কাজকর্ম শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছি
১৭১৮
এই পুজোয় এ বছরের পুজোর থিম ছিল পথের পাঁচালী। এর পাশাপাশি আরও দুটি পুজো কমিটি 'পূজারী' ও 'মহামায়া' একই সময়ে পুজোর আয়োজন করে।
১৮১৮
দুর্গা পুজো উপলক্ষে বাঙালি পোশাকে সজ্জিত কৌতূহলী বিদেশীদেরও উৎসাহ নজর কাড়ে। অষ্টমীর পুষ্পাঞ্জলি থেকে দশমীর সিঁদুর খেলার আনন্দ সবটাই পর্যাপ্ত ভাবে নিয়ে থাকেন এখানকার বাঙালিরা।