Associate Partner
Style Partner
Weddings Partner
Food Partner
টলিউডের হিট জুটি মিমি-অঙ্কুশ। পুজোতেও একসঙ্গে ছবি দিয়ে তাঁদের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন দর্শকদের সামনে।
পুজোয় সুদীপা সময় কাটাচ্ছেন তাঁর ছেলের সঙ্গে।
পুজো মানেই আড্ডা, খুনসুটি। রাজ-শুভশ্রীও পুজোর ভিড় এড়িয়ে খুনসুটিতে মত্ত।
পুজোতে একসঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন গৌরব-ঋদ্ধিমা। এ বারেও তার অন্যথা হয়নি।
রোশন সিংহ-এর সঙ্গে বিয়ের পর প্রথম পুজো শ্রাবন্তীর। ছবিতে বেশ খুশি মনেই দেখা যাচ্ছে তাঁকে।
দুবাই যাওয়ার আগে জমিয়ে প্যান্ডেল হপিং করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
মিসম্যাচ ওয়েব সিরিজের র্যাচেল হোয়াইট পুজোতে বেছে নিয়েছেন ওয়েস্টার্ন পোশাক।
পুজোয় যদি প্রতিমাদর্শনই কাজ হয়ে যায় তা হলে আর পায় কে। রুপম-পাওলি সেরা পুজো খুঁজে নেওয়ার ফাঁকে ছবিও তুলছেন দু’জনে।
রানী রাসমণির দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে অন্য লুকে। পুজোয় লাল পাড় সাদা শাড়িই যে বঙ্গনারীদের প্রথম পছন্দ তার প্রমাণ দিতিপ্রিয়াও।
‘সোয়েটার’-এর ইশা সাহা এই পুজোতে নিজেকে সাজিয়েছেন সবুজ শাড়িতে। তাঁর মিস্টি হাসি মন কেড়েছে বহু বঙ্গতনয়ের।
মধুমিতা ব্যস্ত সঞ্চালনার কাজে। তবে আড্ডা চলছে সেখানেও।
Or
Re-send email
Cancel
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy
Please enter the One Time Password, that we have sent on Change
Help us know you more by sharing some additional information
Gender