Durga Puja 2019: Few less known names and forms of Maa Durga dgtl
Durga Puja 2019
নবদুর্গার নয় রূপ কী কী? কবে কোন রূপে পূজিত হন জানেন?
জেনে নেওয়া যাক এই নবদুর্গার নাম ও ৯টি দিনের গুরুত্ব।
পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
দুর্গাপূজাকে নবরাত্র ব্রত বলা হয়। নবরাত্র ব্রত ৯ দিন উপবাস করে দুর্গাপূজার অনুষ্ঠান। শরৎকালে আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে শুক্লা নবমী পর্যন্ত ৯ দিন ধরে নবরাত্র ব্রত পালন করা হয়। এই ৯ দিন দেবী দুর্গাকে নয়টি বিশেষ রূপে আরাধনা করা হয়।
০২১১
দেবীর এই নয়টি রূপ ‘নবদুর্গা’ বলে প্রসিদ্ধ। নবদুর্গা হলেন- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্ট, কুস্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়ণী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। জেনে নেওয়া যাক এই ৯টি দিনের গুরুত্ব।
০৩১১
প্রতিপদ মহালয়ার পরে প্রতিপদে দেবী দুর্গা হিমালয়ের কন্যা শৈলপুত্রীর রূপ নেন। শক্তির আর একটি রূপ এটি।
০৪১১
দ্বিতীয়ায় দেবী হন 'ব্রহ্মচারিণী'। পার্বতীর নানা রূপের মধ্যে একটি হল এই রূপ।
০৫১১
তৃতীয়ায় মা দুর্গা চন্দ্রঘণ্টরূপী হন। সাহসী ও সৌন্দর্যের প্রতীক এই রূপ।
০৬১১
চতুর্থীতে কুশমুণ্ডের রূপ নেন দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী, দেবী এই রূপে সারা বিশ্বের সৃষ্টি করেন।
০৭১১
পঞ্চমী পঞ্চম দিনে স্কন্ধমালার রূপ নেন মা দুর্গা।
০৮১১
ষষ্ঠীতে দেবী কাত্যায়ণী রূপে পূজিত হন। এই রূপটিতে রয়েছে চারটি হাত ও ত্রিনয়ন। দেবীর বাহন হল সিংহ।
০৯১১
নবরাত্রির সপ্তম দিনটিতে দেবী হন কালরাত্রি। এই দিনে ভক্তদের সাহস ও উৎসাহ প্রদান করেন মা।
১০১১
অষ্টমীতে দেবী হন মহাগৌরী। দেবীর এই রূপটি সবচেয়ে সুন্দর।
১১১১
নবমীতে দেবী হন সিদ্ধিদাত্রী। অষ্টসিদ্ধিতে বেষ্টিত থাকেন দেবী।