Durga Puja 2019: Few essential apps that you must have in this festive season dgtl
Mobile Apps
উৎসবের মরসুমে এই অ্যাপগুলো আপনার স্মার্টফোনে আছে তো?
পুজোর সময় এমন অনেক অ্যাপই ঘরে-বাইরে করতে পারে আপনার মুশকিল আসান। জানেন কি কোনগুলো?
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপ অনেক ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় হয়ে ওঠে। পুজোর সময় এমন অনেক অ্যাপই ঘরে-বাইরে করতে পারে আপনার মুশকিল আসান। জানেন কি কোনগুলো?
০২১১
পুজোর সময় বাড়ির বয়স্কদের নিয়ে ঠাকুর দেখতে যাবেন। গাড়ি বুক করতে চরম হয়রানি! এখনই ডাউনলোড করুন উব্র, ওলা বা মেগা ক্যাবসের মতো অ্যাপ। বাইক চাইলে থাক র্যাপিডো।
০৩১১
শহরের তীব্র যানজটেও এই অ্যাপের দৌলতে আপনি পৌঁছে যেতে পারেন আপনার পছন্দের ঠিকানায়।তবে পুজোর ক’দিন এই অ্যাপনির্ভর ক্যাবের ক্ষেত্রে সার্জ প্রাইস অনেকটাই বেশি থাকবে।
০৪১১
পুজোয় নামী দামি রেস্তরাঁর সামনে লম্বা লাইন দেখে আপনার হতাশার কোনও কারণ নেই। বাড়িতে অর্ডার করুন চাইনিজ কিংবা মোগলাই। সে জন্য রয়েছে জোম্যাটো, সুইগি, উব্র ইটসে্র মতো অ্যাপ।
০৫১১
যানজটের কারণে পুজোর চার দিন এই সব অ্যাপের পরিষেবা অনেক জায়গাতেই বন্ধ থাকে। ঠাকুর দেখতে দেখতেই জোম্যাটো জানিয়ে দেবে আপনার লোকেশনের কাছাকাছি থাকা সেরা রেস্তরাঁর ঠিকানাও।
০৬১১
পথদিশা, চলো ইত্যাদি অ্যাপগুলোর সাহায্যে বাড়িতেই জেনে নিন আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়ার বাসটি ঠিক কোথায়। প্যান্ডেল হপিংয়ের ক্ষেত্রেও ভরসা রাখুন এই সব অ্যাপে।
০৭১১
পথ সুরক্ষা, বন্ধু-র মতো অ্যাপগুলোর সাহায্যে বিপদে পড়লেই পরিবারের সদস্য ও পুলিশের কন্ট্রোল রুমে বার্তা পাঠানো যায়। তাই এখন বাড়ির লোকের দুশ্চিন্তার আর কারণ নেই।
০৮১১
মোবাইল ক্যামেরায় তোলা ছবি আপনাকে সন্তুষ্ট করছে না? এখনই ডাউনলোড করে নিন ফোটো এডিটর প্লাস, ফোটো এডিটর প্রো-এর মতো অ্যাপ, যেগুলো আপনার ছবিতে আনবে ডিএসএলআর এফেক্ট।
০৯১১
পুজোয় প্যান্ডেল হপিংয়ের সময় সঙ্গে খুব বেশি নগদ না রাখাই ভাল। পেমেন্ট করার জন্য ভরসা রাখুন পেটিএম, গুগল পে-র মতো অ্যাপের উপর। এই পরিসেবা ডিজিটাল সার্টিফিকেশনের আওতাধীন।
১০১১
প্যান্ডেল হপিংয়ের ক্ষেত্রে কলকাতার সব প্যান্ডেলের হদিশ দিতে পারে শারদোৎসব নামক অ্যাপটি। শুধু তাই নয়, আপনার পছন্দের প্যান্ডেলের রুটম্যাপটিও পেয়ে যাবেন এই অ্যাপে।
১১১১
পুজোর সময় যারা শহরতলি বা জেলা থেকে আসেন কলকাতার ঠাকুর দেখতে তাদের জন্য আদর্শ আইআরসিটিসি অ্যাপ। কোন ট্রেন কখন কোন প্ল্যাটফর্মে আসবে তার হদিশ মিলবে এখন ঘরে বসেই।