‘আনন্দবাজার ডিজিটাল’ সন্ধান দিচ্ছে কলকাতার বাছাই কিছু রেস্তরাঁর মেনু।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ১৯:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
পেটপুজো ছাড়া কোনও পুজোই আদতে জমে না বাঙালির। তাই পুজোর ক’দিন কোন রেস্তরাঁয় কী কী মিলবে তার সুলুকসন্ধান চলতেই থাকে। কারও পছন্দ বাঙালিয়ানা তো কারও প্রিয় কন্টিনেন্টাল। ‘আনন্দবাজার ডিজিটাল’ তাই সন্ধান দিচ্ছে কলকাতার বাছাই কিছু রেস্তরাঁর মেনু।
০২১১
কোয়েস্ট মল-এর মধ্যে যে ক’টা রেস্তরাঁ রয়েছে, তার মধ্যে অন্যতম ‘আজিসাই’। কলকাতায় বসে সুশি বা অন্যান্য জাপানি খাবারের স্বাদ পেতে ঢুঁ মারতেই হবে এখানে।
০৩১১
সুশি ছাড়াও ভাল লাগবে টোফু পারিকারা, ওয়াসাবি প্রন, ইয়াকিনিকু চিকেন। সুশির মধ্যেও মিলবে নানা রকমফের। আজিসাইতে গেলে অবশ্যই অর্ডার করুন কিমচি ফ্রায়েড রাইস।
০৪১১
সাবেক মেনুতে পুজোর থালা সাজাতে চায় ‘অরা দ্য সনেট’। পুরনো দিনের বাঙালি রান্নাতেই এ বার পুজোর ক’দিন বাফে মিলবে সল্টলেক সেক্টর ১-এর এই রেস্তরাঁয়।
০৫১১
মেটে আলু কুচো চিংড়ি, থোড়ের কাটলেট ইত্যাদি যেমন ভাজাভুজিতে থাকবে, তেমনই পলাও, মাছ-মাংস, লুচি-পরোটায় সাজবে মেন কোর্স। থাকবে বাংলার হারিয়ে যাওয়া আমিষ-নিরামিষ তরিতরকারিও। শেষ পাতে কব্জি ডুবিয়ে মিষ্টিও আছে।
দমদমের সেন্ট মেরিড অরফ্যানেজ ডে স্কুলের বিপরীতে দাঁড়িয়ে আছে ‘দাঁড়াও পথিকবর’। ক্ষণেক থেমে বিরাম নিয়ে যাওয়ারই আবহ। পুজোতেও এই রেস্তরাঁ হয়ে উঠতে পারে আপনার পেটপুজোর অন্যতম ঠেক।
০৯১১
পকেটসই দামে ইন্ডিয়ান ও চাইনিজ খাবার মিলবে এখানে। ডি পি বি স্পেশাল ডাকবাংলো থেকে শুরু করে সুলতানি পোলাও, ফ্রায়েড রাইস, কুং পাও চিকেনের মতো নানাবিধ জনপ্রিয় পদে পেট ভরাতে পারেন পুজোর ক’দিন।
১০১১
৭১ এইচ হিন্দুস্তান রোডে যে কারণে আপনাকে এক বার থমকে যেতেই হবে, তার কারণ ক্রিস্টাল চপস্টিক। কলকাতার বুকে চিনে খাবারের ঠেক বলতে যে ক’টা রেস্তরাঁকে প্রথম সারিতে রাখা যায়, ক্রিস্টাল চপস্টিক তার অন্যতম।
১১১১
স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট— সবেতেই চিনে খাবারের রমরমা। মাঞ্চুরিয়ান ফিস, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, সিঙ্গাপুরপ নুডলস এ সব ট্রাই না করলে ঠকবেন কিন্তু। স্টার্টারে খান প্রায়েড প্রন বা রেড পিপার চিকেন। পোর্কের দারুণ দারুণ ডিশও মিলবে এখানে।