Durga Puja 2019: Citizen of Canada celebrating durga puja at Queen City dgtl
Durga Puja 2019
বিদায় বেলায় সিঁদুর খেলায় মেতে উঠল কানাডার রেজিনা
‘তেরো পার্বণ কালচারাল অ্যাসোসিয়েশন’ তাদের দশম বর্ষের দুর্গোৎসব পালন করল।
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ১৪:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
কানাডার একটি ছোট শহর রেজিনা । সেখানকার ‘তেরো পার্বণ কালচারাল অ্যাসোসিয়েশন’ তাদের দশম বর্ষের দুর্গোৎসব পালন করল। দশমীর দিন বাসিন্দারা চুটিয়ে খেললেন সিঁদুর।
০২০৭
একে অপরকে সিঁদুর দিয়ে মিষ্টি খাইয়ে জানালেন বিজয়ার শুভেচ্ছা। কলকাতা থেকে বহু মাইল দূরে এ যেন এক টুকরো কলকাতা। সিঁদুর খেলার পর সকলে মেতে ওঠেন ছবি তোলায়।
০৩০৭
সিঁদুর খেলা আর ছবি তোলায় পিছিয়ে ছিলেন না এখানকার পুরুষরাও । ছবি তুলে স্মরণীয় করে রাখলেন তাদের দশম বর্ষের দুর্গা পুজো।
০৪০৭
কর্মসূত্রে যে সব বাঙালি এখানে থাকেন, তাঁরা সকলে মিলেই এই পুজো করেন। বারোয়ারি পুজোর থেকেও বাড়ির পুজোর সঙ্গেই এর মিল বেশি।
০৫০৭
কলকাতা থেকে অনেক দুরে থেকেও দেবী বন্দনায় কোনও রকম ত্রুটি রাখেন না এখানকার বাসিন্দারা। পুজোর প্রতিটা পদে থাকে বাঙালীয়ানার ছোঁয়া।
০৬০৭
পুজো উপলক্ষে এখানকার সদস্যরা মিলে আয়োজন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। তাতেও থাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। গতকাল দশমীর বিদায় বেলাতেও সেই সংস্কৃতির আবহ ধরে রাখলেন তাঁরা।
০৭০৭
আগামী বছরের অপেক্ষার মাঝেই সকলকে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুজো সমাপন হল এখানে। মন খারাপ আর বিষাদ মেখেই এ বার কাজে ফেরার পালা। (ছবি সৌজন্য:রণিতা ভৌমিক চ্যাটার্জী )