Durga Puja 2019: Celebrities gathered in North Bombay Puja Pandal and celebrated the ceremony dgtl
Durga Puja 2019
অমিতাভ-জয়া এলেন নর্থ বম্বের মণ্ডপে, তার পর...
পুজো উপলক্ষে সন্ধ্যার ফোটোশেসনেও হাজির ছিলেন তারকারা।
স্রবন্তী বন্দোপাধ্যায়
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১১:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
নর্থ বম্বের সর্বজনীন দুর্গা পুজো তারকা মহলে যথেষ্ট জনপ্রিয়। সেখানে পুজোর চার দিন বিভিন্ন তারকার উপস্থিতি দেখতে পাওয়া যায় । এ বছরও তার ব্যতিক্রম নয়।
০২১০
পুজো উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেও অংশগ্রহণ করেন বলিউড তারকারা।
০৩১০
সাদা পাঞ্জাবী-পাজামা আর ঘিয়ে রঙা চাদরে সেজে সপ্তমীর রাতে এই মণ্ডপে হাজির হয়ে ছিলেন অমিতাভ বচ্চন। হাতে চামড়ার ব্যান্ডওয়ালা ঘড়ি। সেখানেই দিলেন অষ্টমীর অঞ্জলি।
০৪১০
শুধু অমিতাভই নন সঙ্গে ছিলেন জয়া বচ্চনও। লাল পাড় সাদা শাড়িতে জয়া একেবারে বঙ্গতনয়া! বাঙালি আবেগ যে এই পরিবারকে কতটা প্রভাবিত করে তার প্রমাণ এই সাজ।
০৫১০
তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজল, তাঁর স্বামী অজয় দেবগন ও তাঁদের ছেলে যুগ।
০৬১০
মণ্ডপে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও। আকশী নীল শার্টে অয়ন ছিলেন বাঙালি মেজাজে।
০৭১০
এই পুজো একপ্রকার মুখোপাধ্যায় পরিবারের বাড়ির পুজোর মতোই হয়ে গিয়েছে। অষ্টমীর দিন সেখানে আসেন প্রিয়ঙ্কা চোপড়াও। নকশাদার সাদা পোশাকে তিনিও ছিলেন নজরকাড়া।
০৮১০
উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌনি রায়। বাঙালি সমাজে শাড়িতেই আপন করেছিলেন তিনি। উজ্জ্বল অফ হোয়াইট শাড়ি ও ম্যাচিং চোকারে তার লুক ছিল নজরকাড়া।
০৯১০
দেবীদর্শনে মণ্ডপে একসঙ্গে উপস্থিত ছিলেন অয়ন এবং মৌনি। সকলে মিলে আনন্দে মেতে ওঠাই ছিল তাঁদের পুজোর সন্ধের লক্ষ্য।
১০১০
পুজো উপলক্ষে সন্ধ্যার ফোটোশেসনেও হাজির ছিলেন তারকারা। অমিতাভ-জয়া মণ্ডপে প্রবেশ করার পরেই শুরু হয়ে গেল নানা পোজে ছবি তোলা। আনন্দ-আড্ডায় মেতে উঠলেন সকলে।