দেবী দুর্গা সৃষ্টিকালে সৃষ্টিরূপা। পালন কালে তিনি স্থিতিরূপা আর প্রলয় কালে সংহৃতিরূপা। এই ত্রিবিধ শক্তিরূপে দেবী জগৎ সংসারে আত্মপ্রকাশ করেছেন। দেবতাদের তেজে সৃষ্ট দেবীর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিভিন্ন দেবতাদের জ্যোতিতে সৃষ্টি। যেমন শম্ভুর তেজে দেবীর মুখমণ্ডল, বিষ্ণুর তেজে বাহু, ব্রহ্মার তেজে পদদ্বয়, যমের তেজে কেশ ইত্যাদি।