Bhai Phota 2022: political leaders of west bengal take bhai phota from their sisters dgtl
Bhaiphota 2022
লকেট থেকে বিমান, ববি থেকে চন্দ্রিমা, রাজনীতির ময়দানে কেমন ছিল ভাইফোঁটার ইনিংস?
বছরে এই এক দিন উৎসবের আমেজে একেবারে অন্য মেজাজে ধরা দেন রাজ্যের তাবড় রাজনীতিবিদেরা।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৭:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
সারা বছর তাঁদের দিনের সবটুকু সময় ঘিরে থাকে রাজনৈতিক কর্মব্যস্ততার টানাপড়েন। তবে বছরে এই এক দিন উৎসবের আমেজে একেবারে অন্য মেজাজে ধরা দেন রাজ্যের তাবড় রাজনীতিবিদেরা।
০২১১
ভাইফোঁটার স্নেহ-আবদার ভরা দিনে বোনের কাছ থেকে ফোঁটা নেন সবাই। ভাইয়ের কপালে তিলক এঁকে সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। সঙ্গে থাকে ফুরফুরে আমেজে গল্প আর দেদার খাওয়াদাওয়া।
০৩১১
উৎসবের আবেগে ভেসে বোনেদের হাতে ফোঁটা নিয়েছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতি বারের মতো এ বারেও অনুষ্ঠান ছিল তাঁর ভবানীপুরের বাড়িতে।
০৪১১
সদাব্যস্ত দমকলমন্ত্রীর বাড়িতেও এ দিন পরিবেশ অন্য রকম। লেকটাউনের বাড়িতেই দিদি ও বোনের হাতে ফোঁটা নিলেন মন্ত্রী সুজিত বসু।
০৫১১
তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিমতার একটি ক্লাবে ভাইফোঁটা দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
০৬১১
ঢালাও আয়োজনে বাঁশদ্রোণীতে ভাইয়ের বাড়িতে ভাইফোঁটা দিতে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়।
০৭১১
বিজেপির মুরলীধর লেনের রাজ্য দফতরে মহিলা দলীয় কর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নেন রাহুল সিংহ।
০৮১১
ভাইফোঁটার আমেজ থেকে দূরে থাকেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে স্থানীয় মহিলাদের কাছ থেকে ভাইফোঁটা নেন তিনি।
০৯১১
পুর ও নগরোন্নয়নমন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম তাঁর বাড়ির এলাকার চেতলা অগ্রণী ক্লাবে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নেন।
১০১১
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও ভাইফোঁটা দিতে দেখা গিয়েছে এই দিন।
১১১১
দেবাশিস কুমার ত্রিধারায় নিজের বাড়িতেই ভাইফোঁটা নিয়েছেন এ বার। বোনেরা ভাইফোঁটার নানা আয়োজনের পাশাপাশি রান্না করতে ভোলেননি দাদার প্রিয় ভেটকি মাছও।