Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja 2020

তার পর আমার ক্রাশ আমার কাছে নিয়ে এল বন্ধুর প্রেম প্রস্তাব: দর্শনা

দর্শনার পছন্দ সাবেক সাজ। স্লিভলেস ব্লাউজ, ভারী ঝুমকো আর শাড়ি। সঙ্গে ব্যাক ব্রাশ করে খোঁপা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৫
Share: Save:
০১ ১২
মাস্কে ঢাকা শহরে এই পুজোয় নিজেকে সাজিয়ে নিতে চান অন্য ভাবে? হালকা মেকআপেই হয়ে উঠতে চান মোহময়ী? ক্রাশের আড়চোখে তাকান, অষ্টমীর সকালে পাড়ার দাদার প্রেমমাখা চাহুনি… এ সবই হঠাৎ পেতে ইচ্ছে করছে খু-উ-ব? দর্শনা শেয়ার করলেন এ বারের পুজোয় তাঁর অফবিট কিছু ‘লুক’। একই সঙ্গে শেয়ার করলেন ছোটবেলার পুজোপ্রেমের গোপন কথাও।

মাস্কে ঢাকা শহরে এই পুজোয় নিজেকে সাজিয়ে নিতে চান অন্য ভাবে? হালকা মেকআপেই হয়ে উঠতে চান মোহময়ী? ক্রাশের আড়চোখে তাকান, অষ্টমীর সকালে পাড়ার দাদার প্রেমমাখা চাহুনি… এ সবই হঠাৎ পেতে ইচ্ছে করছে খু-উ-ব? দর্শনা শেয়ার করলেন এ বারের পুজোয় তাঁর অফবিট কিছু ‘লুক’। একই সঙ্গে শেয়ার করলেন ছোটবেলার পুজোপ্রেমের গোপন কথাও।

০২ ১২
দর্শনার পছন্দ সাবেক সাজ। স্লিভলেস ব্লাউজ, ভারী ঝুমকো আর শাড়ি। সঙ্গে ব্যাক ব্রাশ করে খোঁপা। ইচ্ছে হলে তাতে লাগাতে পারেন ফুলও। তবে রজনীগন্ধা, বেল, জুঁই নয়। অর্কিড পাওয়া গেলে তাই জড়িয়ে নিন খোঁপায়।

দর্শনার পছন্দ সাবেক সাজ। স্লিভলেস ব্লাউজ, ভারী ঝুমকো আর শাড়ি। সঙ্গে ব্যাক ব্রাশ করে খোঁপা। ইচ্ছে হলে তাতে লাগাতে পারেন ফুলও। তবে রজনীগন্ধা, বেল, জুঁই নয়। অর্কিড পাওয়া গেলে তাই জড়িয়ে নিন খোঁপায়।

০৩ ১২
বেশি মেকআপ আপনার পছন্দ নয়? বেশ তো, দর্শনারও নয়। হালকা কাজল আর লিপ বাম... ব্যস, তাতেই কেল্লাফতে। একগাদা জুয়েলারিরও প্রয়োজন নেই কিন্তু। যদি ভারী কানের পরেন তবে গলায় হার একেবারে না-না। হার পরলে দুল বাদ।

বেশি মেকআপ আপনার পছন্দ নয়? বেশ তো, দর্শনারও নয়। হালকা কাজল আর লিপ বাম... ব্যস, তাতেই কেল্লাফতে। একগাদা জুয়েলারিরও প্রয়োজন নেই কিন্তু। যদি ভারী কানের পরেন তবে গলায় হার একেবারে না-না। হার পরলে দুল বাদ।

০৪ ১২
শাড়িতে পা আটকে যায়? দর্শনা জানালেন, শাড়ির বিকল্প হতে পারে চিকন সালোয়ার। বরাবরই পুজোতে এই স্টাইল কিন্তু ইন। সঙ্গে চলতে পারে ঝুমকো।

শাড়িতে পা আটকে যায়? দর্শনা জানালেন, শাড়ির বিকল্প হতে পারে চিকন সালোয়ার। বরাবরই পুজোতে এই স্টাইল কিন্তু ইন। সঙ্গে চলতে পারে ঝুমকো।

০৫ ১২
মেকআপ নাই পছন্দ হতে পারে, কিন্তু তাই বলে ত্বকের যত্ন নিতে কিন্তু ভুলবেন না। দর্শনার কথায়, ‘‘মেক আমি পছন্দ করি না ঠিকই কিন্তু স্কিনকে এমন ভাবে উজ্জ্বল করে তুলব যাতে এমনিতেই তা ভাল লাগে।’’

মেকআপ নাই পছন্দ হতে পারে, কিন্তু তাই বলে ত্বকের যত্ন নিতে কিন্তু ভুলবেন না। দর্শনার কথায়, ‘‘মেক আমি পছন্দ করি না ঠিকই কিন্তু স্কিনকে এমন ভাবে উজ্জ্বল করে তুলব যাতে এমনিতেই তা ভাল লাগে।’’

০৬ ১২
চিরাচরিত দুধের সর, হলুদ বাটা তো আছেই। চুলের জন্য লাগাতে পারেন জবার কুঁড়ি, আমলকি। এ বার পুজোয় আপনার স্টাইল স্টেটমেন্টে কিন্তু মাস্কও প্রয়োজনীয়। তাই ম্যাচিং করে কিনতে পারেন কটন মাস্ক।

চিরাচরিত দুধের সর, হলুদ বাটা তো আছেই। চুলের জন্য লাগাতে পারেন জবার কুঁড়ি, আমলকি। এ বার পুজোয় আপনার স্টাইল স্টেটমেন্টে কিন্তু মাস্কও প্রয়োজনীয়। তাই ম্যাচিং করে কিনতে পারেন কটন মাস্ক।

০৭ ১২
সাজগোজ তো হল। আর প্রেম? দর্শনাকে জিজ্ঞাসা করতেই হেসে উঠলেন তিনি। পুজোয় প্রেম না হলে হয় নাকি, প্রশ্ন তাঁর? প্রশ্ন করা হল, মুম্বইয়ে আপনার ‘নতুন প্রেমিক’-এর সঙ্গেই তবে এ বার আপনার পুজো সুপারহিট?

সাজগোজ তো হল। আর প্রেম? দর্শনাকে জিজ্ঞাসা করতেই হেসে উঠলেন তিনি। পুজোয় প্রেম না হলে হয় নাকি, প্রশ্ন তাঁর? প্রশ্ন করা হল, মুম্বইয়ে আপনার ‘নতুন প্রেমিক’-এর সঙ্গেই তবে এ বার আপনার পুজো সুপারহিট?

০৮ ১২
আকাশ থেকে পড়লেন তিনি। ‘‘সে কী? এ সব আবার কে রটায়! আই উইশ কেউ থাকত, তার হাত ধরে পুজোতে ঘুরে ফিল করতে পারতাম পুজো প্রেম আসলে কেমন হয়’’, বললেন তিনি।

আকাশ থেকে পড়লেন তিনি। ‘‘সে কী? এ সব আবার কে রটায়! আই উইশ কেউ থাকত, তার হাত ধরে পুজোতে ঘুরে ফিল করতে পারতাম পুজো প্রেম আসলে কেমন হয়’’, বললেন তিনি।

০৯ ১২
তবে ছোটবেলায় যে এই পুজো মরসুমেই তাঁর জীবনে প্রেম এসেছিল সে কথা স্বীকার করে নিলেন অনায়াসেই। তখন ওই নাইন-টেন। পাড়ার এক দাদাকে বেশ পছন্দ হল নায়িকার। তখন অবশ্য তিনি নায়িকা নন।

তবে ছোটবেলায় যে এই পুজো মরসুমেই তাঁর জীবনে প্রেম এসেছিল সে কথা স্বীকার করে নিলেন অনায়াসেই। তখন ওই নাইন-টেন। পাড়ার এক দাদাকে বেশ পছন্দ হল নায়িকার। তখন অবশ্য তিনি নায়িকা নন।

১০ ১২
আড়চোখে দেখা, হালকা হাসি... চলছিল সবই... হঠাৎই সেই দাদা তাঁকে ডেকে বলে, ‘‘শোন, তোর সঙ্গে কিছু কথা আছে।’’ দর্শনার বুক ঢিপঢিপ। এই কি সেই মাহেন্দ্রক্ষণ? দশমীর দিন সেই দাদার সঙ্গে দেখা করতে গেলেন তিনি। গিয়ে দেখেন সঙ্গে আর একটি ছেলে। দর্শনা পৌঁছতেই পাড়ার দাদা হাসি হাসি মুখে এগিয়ে এসে পাশের ছেলেটিকে দেখিয়ে  বললেন, ‘‘ও আমার বেস্টফ্রেন্ড, ওর না তোকে খুব পছন্দ।’’

আড়চোখে দেখা, হালকা হাসি... চলছিল সবই... হঠাৎই সেই দাদা তাঁকে ডেকে বলে, ‘‘শোন, তোর সঙ্গে কিছু কথা আছে।’’ দর্শনার বুক ঢিপঢিপ। এই কি সেই মাহেন্দ্রক্ষণ? দশমীর দিন সেই দাদার সঙ্গে দেখা করতে গেলেন তিনি। গিয়ে দেখেন সঙ্গে আর একটি ছেলে। দর্শনা পৌঁছতেই পাড়ার দাদা হাসি হাসি মুখে এগিয়ে এসে পাশের ছেলেটিকে দেখিয়ে  বললেন, ‘‘ও আমার বেস্টফ্রেন্ড, ওর না তোকে খুব পছন্দ।’’

১১ ১২
অগত্যা... দর্শনার হৃদয় ভেঙে খানখান। যে মানুষটার জন্য তাঁর মনে ফাগের রং, সে-ই নাকি উল্টে নিজের বন্ধুর হয়ে তাঁরই সঙ্গে ঘটকালি করছে! না, সে প্রেম আর হয়নি। ওখানেই ‘'দি এন্ড’ হয়ে গিয়েছিল।

অগত্যা... দর্শনার হৃদয় ভেঙে খানখান। যে মানুষটার জন্য তাঁর মনে ফাগের রং, সে-ই নাকি উল্টে নিজের বন্ধুর হয়ে তাঁরই সঙ্গে ঘটকালি করছে! না, সে প্রেম আর হয়নি। ওখানেই ‘'দি এন্ড’ হয়ে গিয়েছিল।

১২ ১২
এ বার পুজোয় দর্শনা কিন্তু কলকাতায় নেই। প্রথম বার মুম্বইয়ের পুজো দেখবেন তিনি। মন খারাপ আছে অল্প। তবে মুম্বইয়ে পুজো কেমন হয়, তা দেখতে মুখিয়ে নায়িকা। তবে আর কী? দর্শনার দেওয়া টিপস অনুসরণ করে, এই পুজোয় নিজেকে সাজিয়ে তুলুন নতুন ভাবে।

এ বার পুজোয় দর্শনা কিন্তু কলকাতায় নেই। প্রথম বার মুম্বইয়ের পুজো দেখবেন তিনি। মন খারাপ আছে অল্প। তবে মুম্বইয়ে পুজো কেমন হয়, তা দেখতে মুখিয়ে নায়িকা। তবে আর কী? দর্শনার দেওয়া টিপস অনুসরণ করে, এই পুজোয় নিজেকে সাজিয়ে তুলুন নতুন ভাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy