‘কাহানি’র বিদ্যা বাগচীকে মনে আছে? কিংবা সেই ছোট্ট ‘উমা’কে, যার জন্য দেবীপক্ষের আগেই গোটা শহর মেতেছিল দেবীর আরাধনায়? দর্শকদের মনে হয়তো আজও অমলিন ‘দেবদাস’ ছবির সেই ‘ডোলা রে’ গানের দৃশ্য! গল্প এবং চরিত্রের নিরিখে প্রত্যেকটা ছবি আলাদা হলেও ছবিগুলিকে একই সুতোয় বেঁধেছে কেবলমাত্র একটি বিষয়ই। বাঙালির আপন দুর্গাপুজো। হিন্দি, বাংলা মিশিয়ে এমন অনেক সিনেমা আছে যা দেখলেই মুহূর্তে অনুভব করা যায় পুজোর আমেজটা। দেখুন তো আপনার পছন্দের তালিকায় এই ছবিগুলি আছে কি না ।
উমা: গল্পটা ৭ বছরের ইভান লেভারসেজের গল্প। ক্যানসারে মৃত্যুপথযাত্রী ইভানের ইচ্ছেয় কানাডার সেন্ট জর্জের বাসিন্দারা ২০১৫-র অক্টোবরেই তৈরি করেছিলেন আস্ত একটা বড়দিন। কিন্তু ডিসেম্বরের ‘বড়দিন’ আসার আগেই মারা যায় সে। এই ঘটনার আধারেই কলকাতার দুর্গাপুজোকে ক্যামেরায় ধরেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ছোট্ট উমার জন্য মার্চ-এপ্রিলেই কলকাতায় ফুটিয়ে তুলেছিলেন সিনেমার সেটের মতো দুর্গাপুজো।