এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কেউ জমকালো শাড়িতে নজরকাড়া, কেউ ডিজাইনার লেহঙ্গায়। কেউ আবার নকশাদার অনারকলিতেই ছিমছাম! বরাবরের মতো পাঞ্জাবীতে চোখ টানলেন ‘বুম্বাদা’। আলোর উৎসবে দেশি সাজেই মজে টলিপাড়ার নায়ক-নায়িকারা। কে কেমন সাজলেন, কী পরলেন, রইল সবটাই।
০২১০
আলোর উৎসবে পূজা বন্দ্যোপাধ্যায়ের সাজ বেশ অভূতপূর্ব। ডিপ নেক কাপ ব্লাউজের সঙ্গে লেহঙ্গা এবং দোপাট্টা। সঙ্গে খুবই সামান্য রূপটান। তাতেই অপরূপা হয়ে উঠেছিলেন অভিনেত্রী।
০৩১০
শাড়িপ্রেমীদের কাছে উৎসবের মরসুমে আর অন্য কী-ই বা পছন্দের হতে পারে! দীপাবলিতে স্লিভলেস ব্লাউজের সঙ্গে তাই সিল্কের শাড়িই বেছে নিয়েছিলেন জয়া আহসান।
০৪১০
ছেলে দেবযানকে সঙ্গে নিয়ে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানালেন শ্রেয়া ঘোষাল। পাশে ছিলেন স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। লাল-সাদার রংমিলন্তিতে সেজে উঠেছিলেন তিন জনেই।
০৫১০
না সেজেও কিন্তু উৎসবের দিনে হয়ে উঠতে পারেন ঋতাভরী চক্রবর্তীর মতো অপরূপা।
০৬১০
ইন্দো-ওয়েস্টার্ন সাজে যশ দাশগুপ্ত এবং নুসরত জহানের যুগলবন্দি!
তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ঝড় তুলেছিল সমাজমাধ্যমে। সে সব তুড়ি মেরে উড়িয়ে স্ত্রী সৃজা সেনের সঙ্গে দাম্পত্য উপভোগ করছেন অর্জুন চক্রবর্তী। মজার ছলে বৌকে ‘পটাকা’ বলে সম্বোধন করে সস্ত্রীক ধরা দিলেন অভিনেতা।