Tollywood Celebrities and Bengali actresses celebrating karwa chauth dgtl
Karwa Chauth 2024
করওয়া চৌথে বঙ্গ যোগ, উৎসবে সামিল দেবীনা থেকে জিৎ-পত্নী মোহনা, স্বীকৃতি থেকে মৌনী!
টলিপাড়াও মজে উৎসবের মেজাজে। দেখে নেওয়া যাক কোন কোন টলিতারকা থেকে বঙ্গতনয়া পালন করলেন করওয়া চৌথ।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২২:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
‘গলি মে আজ চাঁদ নিকলা…’ চাঁদের দেখা মিলেছে আকাশপারে। করওয়া চৌথের উৎসবে মেতে গোটা বলিউড। তবে শুধু বলিপাড়াই নয়, রীতি মেনে স্বামীর মঙ্গলকামনায় বসেছেন বাংলার ঘরের মেয়েরাও।
০২০৬
টলিপাড়াও মজে উৎসবের মেজাজে। দেখে নেওয়া যাক কোন কোন টলিতারকা থেকে বঙ্গতনয়া পালন করলেন করওয়া চৌথ।
০৩০৬
করওয়া চৌথে বিয়ের স্মৃতিতে ডুব দিলেন জিতের স্ত্রী মোহনা মদনানি। এই বিশেষ দিনে অভিনেতার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেন মোহনা।
০৪০৬
সুসজ্জিত থালায় সাজানো ফল-মিষ্টি থেকে প্রদীপ। স্বামীর মঙ্গলের জন্য সারাদিন অভুক্ত থেকে করওয়া চৌথ পালন করলেন বঙ্গতনয়া মৌনী রায়।
০৫০৬
এ বারে মায়ের সঙ্গে অংশ নিল একরত্তিও! এই বছরের করওয়া চৌথ একটু বেশিই স্পেশাল না হয়ে যায় কোথায়! গুরমীত চৌধুরীর জন্য করওয়া চৌথে ব্রত ভাঙলেন দেবীনা বন্দ্যোপাধ্যায়।
০৬০৬
চলতি বছর অবাঙালি মতে বিয়ে সেরেছেন বাংলা সিরিয়ালপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। স্বামীর জন্য কি করওয়া চৌথ রাখলেন অভিনেত্রী? এই বিষয়ে কিছুই প্রকাশ্যে আনেননি তিনি।