Kajol and Rani Mukerji's Durga Puja Pandal Changes Venue and Bollywood Celebrities enjoying Puja festivities dgtl
Bollywood Durga Puja
রানি-কাজলদের দুর্গাপুজোয় বড় বদল! হোটেল ভেঙে আবাসন, কী হল বলি তারকাদের মণ্ডপের?
মুম্বইয়ের দুর্গাপুজো বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের পুজোর ছবিটি। উত্তর মুম্বইয়ের সার্বজনীন দুর্গাপুজো। প্রতি বছরের মতো এই বছরও পুজোয় কোনও খামতি রাখছেন না কাজল এবং রানি মুখোপাধ্যায়রা।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
মুম্বইয়ের দুর্গাপুজো বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের পুজোর ছবিটি। উত্তর মুম্বইয়ের সার্বজনীন দুর্গাপুজো। প্রতি বছরের মতো এই বছরও পুজোয় কোনও খামতি রাখছেন না কাজল এবং রানি মুখোপাধ্যায়রা। তবে এই বছরের পুজোতে ঘটল বদল।
০২০৬
জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এই সেজে উঠত পুজোমণ্ডপ। তবে এবারে সেই খানেই একটু বদল! মুখোপাধ্যায় পরিবারের পুজোমণ্ডপ এখন নতুন ঠিকানায়।
০৩০৬
এই বছর বলি তারকাদের সেই পুজোর মণ্ডপ সেজে উঠেছে জুহুর ‘এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি’র সামনে।
০৪০৬
বুধবার অর্থাৎ ৯ অক্টোবর একটি ভিডিওতে দেখা যায় সেই, প্যান্ডেলের দিকেই রওনা দিচ্ছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল।
০৫০৬
অভিনেত্রীর পরনে নীল রঙা শাড়ি এবং সেইসঙ্গে পরিমিত সাজ ও গয়না। তবে ছবিশিকারিদের মুখোমুখি হতেই তাদের ক্যামেরার সামনে ধরা দিতে চাননি অভিনেত্রী।
০৬০৬
তবে হঠাৎ কেন বদলে গেল ঠিকানা? রিপোর্ট বলছে, হোটেলটি বর্তমানে ‘ম্যাক্রোটেক ডেভেলপারস্’-এর অধীনে রয়েছে এবং হোটেলটি ভেঙে তৈরি করা হবে একটি সুবিশাল আবাসন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।