Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Celebrity Fashion

মনে তিনি পুরুষ নাকি নারী, কৌতূহলের ফাঁকেই শাড়ির সাজে ধরা দিলেন সুজয়প্রসাদ

বাচিকশিল্পী-অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এই প্রথম শাড়ি পরে ক্যামেরার সামনে। সৌজন্যে আনন্দ উৎসব। শারদ-সাজে শাড়িতেই ধরা দিলেন শিল্পী। বললেন, “বেশ করেছি”। কিন্তু কেন?

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৯
Share: Save:
০১ ১৯
সিনেমা জগতের অনেকেরই প্রিয় বন্ধু তিনি। তাঁর বৈচিত্রময় জীবনে অনেকখানি রং। আর সেই রঙেই রঙিন তাঁর ফ্যাশন ভাবনা। রংবাহারি এই কাফতানের মতোই।

সিনেমা জগতের অনেকেরই প্রিয় বন্ধু তিনি। তাঁর বৈচিত্রময় জীবনে অনেকখানি রং। আর সেই রঙেই রঙিন তাঁর ফ্যাশন ভাবনা। রংবাহারি এই কাফতানের মতোই।

০২ ১৯
যে কোনও পোশাকের সঙ্গেই মনের মতো গয়নায় সাজেন সুজয়প্রসাদ। তাঁর পছন্দে মূলত হাতে তৈরি নানা রকমের গয়না।

যে কোনও পোশাকের সঙ্গেই মনের মতো গয়নায় সাজেন সুজয়প্রসাদ। তাঁর পছন্দে মূলত হাতে তৈরি নানা রকমের গয়না।

০৩ ১৯
রবীন্দ্র-ভাবনায় অনুপ্রাণিত এই নেকপিস। এ ছাড়া পোশাকের সঙ্গে মানানসই চশমা, ব্যাগ খুবই পছন্দ করেন শিল্পী।

রবীন্দ্র-ভাবনায় অনুপ্রাণিত এই নেকপিস। এ ছাড়া পোশাকের সঙ্গে মানানসই চশমা, ব্যাগ খুবই পছন্দ করেন শিল্পী।

০৪ ১৯
শাড়ি বা জিন্স, সব রকমের পোশাকেই সাবলীল। সুজয়প্রসাদ বাঁচেন নিজের  শর্তে। এই উত্তরণ যদিও সহজ ছিল না। বিশেষত যেখানে প্রশ্নের মুখে ছিল তাঁর সত্ত্বাই।

শাড়ি বা জিন্স, সব রকমের পোশাকেই সাবলীল। সুজয়প্রসাদ বাঁচেন নিজের শর্তে। এই উত্তরণ যদিও সহজ ছিল না। বিশেষত যেখানে প্রশ্নের মুখে ছিল তাঁর সত্ত্বাই।

০৫ ১৯
অনুষ্ঠানে  জিন্স খুব একটা পরেন না শিল্পী। তবে ভালবাসেন সব রকমের পোশাক পরতে। সবুজ শার্ট আর জিন্সে সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুজয়প্রসাদ।

অনুষ্ঠানে জিন্স খুব একটা পরেন না শিল্পী। তবে ভালবাসেন সব রকমের পোশাক পরতে। সবুজ শার্ট আর জিন্সে সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুজয়প্রসাদ।

০৬ ১৯
নীলরঙা শাড়িতে তিনি যেন পরম সুন্দর। চওড়া হাসিতে তাঁকে ঘিরে সব কাটাছেঁড়া, তীর্যক মন্তব্য উড়িয়ে দেওয়ার সাহস। নবমীতে একাই যাচ্ছেন শান্তিনিকেতনে।

নীলরঙা শাড়িতে তিনি যেন পরম সুন্দর। চওড়া হাসিতে তাঁকে ঘিরে সব কাটাছেঁড়া, তীর্যক মন্তব্য উড়িয়ে দেওয়ার সাহস। নবমীতে একাই যাচ্ছেন শান্তিনিকেতনে।

০৭ ১৯
তৃতীয়া থেকে অষ্টমী কাটবে কলকাতাতেই। অনুষ্ঠানে আর বন্ধুদের সঙ্গে আড্ডায়। অনুষ্ঠানে একরঙা পোশাক পরতেই পছন্দ করেন তিনি।

তৃতীয়া থেকে অষ্টমী কাটবে কলকাতাতেই। অনুষ্ঠানে আর বন্ধুদের সঙ্গে আড্ডায়। অনুষ্ঠানে একরঙা পোশাক পরতেই পছন্দ করেন তিনি।

০৮ ১৯
লাল রঙের কুর্তার সঙ্গে হাতে আংটি আর নাকে নাকছবি। একেবারে অন্য রকম ভাবে নিজেকে মেলে ধরেছেন সুজয়প্রসাদ।

লাল রঙের কুর্তার সঙ্গে হাতে আংটি আর নাকে নাকছবি। একেবারে অন্য রকম ভাবে নিজেকে মেলে ধরেছেন সুজয়প্রসাদ।

০৯ ১৯
ঘরোয়া আড্ডার জন্য সুতির আরামদায়ক পোশাকই তাঁর পছন্দের।

ঘরোয়া আড্ডার জন্য সুতির আরামদায়ক পোশাকই তাঁর পছন্দের।

১০ ১৯
গামছা শার্টের সঙ্গে এই রেডিমেড ধুতি আর রকমারি গয়নায় অনবদ্য শিল্পী।

গামছা শার্টের সঙ্গে এই রেডিমেড ধুতি আর রকমারি গয়নায় অনবদ্য শিল্পী।

১১ ১৯
এই বছরটা অন্য রকম।  মা নেই।  হয়তো শান্তিনিকেতনে একলা বসে অনেক কথা হবে দু’জনে, অনুভবে!

এই বছরটা অন্য রকম। মা নেই। হয়তো শান্তিনিকেতনে একলা বসে অনেক কথা হবে দু’জনে, অনুভবে!

১২ ১৯
বেড়াতে যেতে ক্যাজুয়াল পোশাকই তাঁর পছন্দ। সম্প্রতি গোয়া বেড়াতে গিয়ে শাড়ি পরেছিলেন। শান্তিনিকেতনেও পরতে পারেন।

বেড়াতে যেতে ক্যাজুয়াল পোশাকই তাঁর পছন্দ। সম্প্রতি গোয়া বেড়াতে গিয়ে শাড়ি পরেছিলেন। শান্তিনিকেতনেও পরতে পারেন।

১৩ ১৯
সুজয়প্রসাদের কথায়,  “আমি জিন্স-শার্ট বা টিশার্ট যেমন পরি, তেমন কাফতান, ধুতি সবই পরি।“

সুজয়প্রসাদের কথায়, “আমি জিন্স-শার্ট বা টিশার্ট যেমন পরি, তেমন কাফতান, ধুতি সবই পরি।“

১৪ ১৯
সাদা ধুতিতে তিনি সুপুরুষ। রকমারি চশমা অনায়াসে স্টাইল স্টেটমেন্টের একটা অঙ্গ হয়ে উঠেছে।

সাদা ধুতিতে তিনি সুপুরুষ। রকমারি চশমা অনায়াসে স্টাইল স্টেটমেন্টের একটা অঙ্গ হয়ে উঠেছে।

১৫ ১৯
সুজয়প্রসাদ স্পষ্টই বলছেন, “আমি কী পোশাক পরব, সে ভাবনা একান্তই আমার। লাল কুর্তার সঙ্গে এই কালো ও সোনালি রঙের শাড়ি খুব মানানসই। বিশেষত উল্লেখ করতে হয় সুজয়ের সুন্দর গয়নাগুলির কথা।

সুজয়প্রসাদ স্পষ্টই বলছেন, “আমি কী পোশাক পরব, সে ভাবনা একান্তই আমার। লাল কুর্তার সঙ্গে এই কালো ও সোনালি রঙের শাড়ি খুব মানানসই। বিশেষত উল্লেখ করতে হয় সুজয়ের সুন্দর গয়নাগুলির কথা।

১৬ ১৯
শাড়ি পরা মানে পুরুষতন্ত্রকে আঘাত করা নয়। এমনটাই ভাবেন সুজয়প্রসাদ। সদর্পে জানালেন, “বেশ করেছি শাড়ি পরেছি। শাড়ি পরেছি মানেই আমি তো ফেমিনিস্ট নই।“

শাড়ি পরা মানে পুরুষতন্ত্রকে আঘাত করা নয়। এমনটাই ভাবেন সুজয়প্রসাদ। সদর্পে জানালেন, “বেশ করেছি শাড়ি পরেছি। শাড়ি পরেছি মানেই আমি তো ফেমিনিস্ট নই।“

১৭ ১৯
নিজের সাজপোশাক নিয়ে প্রশংসা শুনেছেন অনেক। তেমনই পাত্তা দেননি লোকের কটু কথায়।

নিজের সাজপোশাক নিয়ে প্রশংসা শুনেছেন অনেক। তেমনই পাত্তা দেননি লোকের কটু কথায়।

১৮ ১৯
নিজের ফ্যাশন ভাবনা, জীবন, কাজ নিয়ে আক্ষেপ নেই কোনও। ‘‘আগে ভাবতাম আমার ওরিয়েন্টেশনটা একটা সমস্যা। আসল সমস্যাটা আমার ব্যক্তিত্ব, আমার শিক্ষা, আমার মনন আর আমার সোজাসাপ্টা কথা বলার অভ্যাস,’’ বলছেন সুজয়প্রসাদ।

নিজের ফ্যাশন ভাবনা, জীবন, কাজ নিয়ে আক্ষেপ নেই কোনও। ‘‘আগে ভাবতাম আমার ওরিয়েন্টেশনটা একটা সমস্যা। আসল সমস্যাটা আমার ব্যক্তিত্ব, আমার শিক্ষা, আমার মনন আর আমার সোজাসাপ্টা কথা বলার অভ্যাস,’’ বলছেন সুজয়প্রসাদ।

মডেল: সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, স্থান: রেড অকর, রূপটান ও কেশসজ্জা: অমৃতা পাল, গয়না: রেড অকর, সুজয়প্রসাদ ফ্যাশন জুয়েলারি পোশাক: রেড অকর, সুজয়প্রসাদ ফ্যাশন জুয়েলারি, ছবি: শুভজিৎ দত্ত, পরিকল্পনায়: অঙ্গনা ঘোষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy