ডিসেম্বরেই সাজানো সংসার নিয়ে ফিরছেন লাল্টু-মিতালী। ‘রামধনু’, ‘হামি’-র পরে এ বার ‘হামি-২’। টক-ঝাল-মিষ্টি দাম্পত্যের নতুন রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। তার আগেই জুটিতে ধরা দিলেন আনন্দ উৎসবের ক্যামেরায়।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
উবের নয়, হলুদ ট্যাক্সিই পছন্দ মিতালীর। অগত্যা ধুতি সামলে লাল্টুবাবু খুঁজে আনলেন সেটাই। গদগদ মুখে ট্যাক্সির দরজা খুলে ধরলেন। সঙ্গে বিখ্যাত সেই সংলাপ, “মে আই?” এবং ছদ্মরাগে মিতালীরও মিষ্টি উত্তর, “মরণ”
০২১০
শাড়ি কিনতে ষুগলে ‘কনিষ্ক’তে। লাল-সাদা সিল্কে চওড়া বেনারসি পাড়ের শাড়ি খুব পছন্দ মিতালীর। দাম দেখে বিপাকে লাল্টুবাবু। মান-অভিমানের পালা চলল কিছু ক্ষণ।
০৩১০
শাড়ির তাক ঘেঁটে লাল্টু বাবু বার করে আনলেন নীল মন্দির পাড়ের দুধে আলতা রং শাড়ি। মুখে চওড়া হাসি! এ দিকে পছন্দের শাড়ি না পেয়ে মন খারাপ মিতালীর।
০৪১০
মিতালীর নতুন বায়না, তাঁর পছন্দের পঞ্জাবি পরতে হবে পুজোয়। হলুদ তসর সিল্কের জ্যাকেট পাঞ্জাবি নিয়ে চলল টানাটানি। এখানেও দাম দেখে বেঁকে বসেছেন লাল্টুবাবু। মিতালীও নাছোড়বান্দা।
০৫১০
শপিং শেষ। চা খাওয়া যাক। কলকাতায় এখন কত ক্যাফে! বাড়ির কাজের চাপ, বাচ্চাকে দেখা, তার উপরে সিরিয়ালের টাইমও তো মিস করা যায় না! তাই ক্যাফেতে যাওয়ার সময় পাননি মিতালী।
০৬১০
শপিং শেষে ক্যাফেতে জমিয়ে ক্যাপুচিনো খাওয়ার ইচ্ছা বহু দিনের। সেটা পূরণ করতেই হবে এ বার। ক্যাফের দিকে পা বাড়াতেই চোখে পড়ল দু’ ভাঁড় চা হতে হাসিমুখে দাঁড়িয়ে লাল্টু বাবু।
০৭১০
ক্যাপুচিনোর বড্ড দাম। তার থেকে দেশের ভাঁড়ের চা অনেক ভাল। ভাবখানা এমনই । মিতালী তত ক্ষণে রেগে আগুন।
০৮১০
মান-অভিমানের এই পালা কি মিটবে ‘হামি-২’-তে? যুগলে কী বলছেন?
০৯১০
যুগলে তো বলছেন ‘‘ ছেড়ে যাবে সব দুঃখ, কষ্ট, গ্লানি, ফ্লু, কারণ ডিসেম্বরে লাল্টু মিতালী নিয়ে আসছে ‘হামি-২’"। অপেক্ষায় আমরা।