তা এ হেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী কিন্তু বড্ড অভিমানী। চাপা। আর মন দিয়ে চলা এক নারী। হৃদয় দিয়ে চলে।
০৪০৮
অনেকটা বলিউডের রেখা যেমন। নিয়ম মেনে খাওয়া, যোগাসন, নাচ, নিজেকে গুটিয়ে রাখা এবং অবশ্যই প্রসেনজিতের থেকে নিজেকে একেবারে সরিয়ে রাখা।
০৫০৮
যেমনটি রাখে রেখা। বিগ বি-র চেয়ে দূরে। বহু দূরে। ঠিক তেমন। কাছে দূরের এই মাপ অবশ্য ওঁরা দুজনেই জানেন।
০৬০৮
তবে রাজনীতি করতে গিয়ে দেবশ্রী যখন বুঝলেন এটা তার পক্ষে সম্ভব নয়, ঠিক রেখার মতোই সরে গেলেন নিঃশব্দে।
০৭০৮
আর তাই অনেক ভেবে চিন্তে, আনন্দ উৎসবের সাজে তিনি বেছে নিলেন রেখার তিনটি লুক। একটি পরিপাটি বাঙালি 'দো আনজনে'। বাকি একটি 'খুন ভরি মাং' এবং তৃতীয়টি চিরপরিচিত মেটালিক লুকের রেখা।
০৮০৮
শ্যুটিং শেষে অবশ্য হাসতে হাসতে বললেন 'এত করেও আমি কিন্তু 'সেরা বাঙালি' নই।