Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Bollywood Celebs Celebrates Chhath Puja

মায়ানগরীর মায়ায় ভুলে যাননি শিকড়কে! ৬ বলি তারকা যাঁরা প্রতিবছরই সামিল হন ছটপুজোয়

হিন্দুধর্মাবলম্বীদের কাছে ছট পুজোর গুরুত্ব অসীম। বিশেষ করে যাঁদের শিকড় জড়িয়ে বিহারে, প্রতিবছরই তাঁরা এই উৎসব পালন করেন ধুমধাম করে। বলিউডেও এমন তারকা আছেন, যাঁরা ব্যস্ততা সরিয়ে রেখেও পুজোর এই কয়েকটা দিন হই হই করে সামিল হন ছটপুজোয়।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৬
Share: Save:
০১ ০৭
হিন্দুধর্মাবলম্বীদের কাছে ছট পুজোর গুরুত্ব অসীম। বিশেষ করে যাঁদের শিকড় জড়িয়ে বিহারে, প্রতিবছরই তাঁরা এই উৎসব পালন করেন ধুমধাম করে। বলিউডেও এমন তারকা আছেন, যাঁরা ব্যস্ততা সরিয়ে রেখেও পুজোর এই কয়েকটা দিন হই হই করে সামিল হন ছটপুজোয়। কারা হলেন সেই তারকা? দেখে নিন এক ঝলকে।

হিন্দুধর্মাবলম্বীদের কাছে ছট পুজোর গুরুত্ব অসীম। বিশেষ করে যাঁদের শিকড় জড়িয়ে বিহারে, প্রতিবছরই তাঁরা এই উৎসব পালন করেন ধুমধাম করে। বলিউডেও এমন তারকা আছেন, যাঁরা ব্যস্ততা সরিয়ে রেখেও পুজোর এই কয়েকটা দিন হই হই করে সামিল হন ছটপুজোয়। কারা হলেন সেই তারকা? দেখে নিন এক ঝলকে।

০২ ০৭
মনোজ বাজপেয়ী- মনোজ বাজপেয়ীয়ের জন্মস্থানই বিহার। একাধিক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন বিশেষ করে ছটপুজোর সময়টাতে বিহারের কথা খুবই মনে পড়ে তাঁর। সেখানে কাটানো তাঁর ছেলেবেলার নানান রঙিন স্মৃতিও বহুবার ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে।

মনোজ বাজপেয়ী- মনোজ বাজপেয়ীয়ের জন্মস্থানই বিহার। একাধিক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন বিশেষ করে ছটপুজোর সময়টাতে বিহারের কথা খুবই মনে পড়ে তাঁর। সেখানে কাটানো তাঁর ছেলেবেলার নানান রঙিন স্মৃতিও বহুবার ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে।

০৩ ০৭
রবি কিষান- কর্মসূত্রে মুম্বইতে বসবাস হলেও জন্মসূত্রে তিনি বিহার জৌনপুরের। প্রায় প্রতিবছরই স্থানীয় মানুষ এবং অনুরাগীদের সঙ্গে একত্রে সামিল হন ছটপুজোর উৎসবে।

রবি কিষান- কর্মসূত্রে মুম্বইতে বসবাস হলেও জন্মসূত্রে তিনি বিহার জৌনপুরের। প্রায় প্রতিবছরই স্থানীয় মানুষ এবং অনুরাগীদের সঙ্গে একত্রে সামিল হন ছটপুজোর উৎসবে।

০৪ ০৭
শত্রুঘ্ন সিনহা- পাটনা শহরে জন্ম বর্ষীয়ান অভিনেতা তথা রাজনীতিবিদের। বলা হয়, প্রতিবছরই ছটপুজোর দিনে কাছাকাছি ঘাট পরিদর্শনে বের হন শত্রুঘ্ন সিনহা। পুজোর প্রস্তুতিকে নিজে দাঁড়িয়ে থেকে উপভোগ করেন তিনি এবং মুম্বই থাকলে স্ত্রী এবং সন্তানদের সঙ্গেও উৎসবে মেতে ওঠেন অভিনেতা।

শত্রুঘ্ন সিনহা- পাটনা শহরে জন্ম বর্ষীয়ান অভিনেতা তথা রাজনীতিবিদের। বলা হয়, প্রতিবছরই ছটপুজোর দিনে কাছাকাছি ঘাট পরিদর্শনে বের হন শত্রুঘ্ন সিনহা। পুজোর প্রস্তুতিকে নিজে দাঁড়িয়ে থেকে উপভোগ করেন তিনি এবং মুম্বই থাকলে স্ত্রী এবং সন্তানদের সঙ্গেও উৎসবে মেতে ওঠেন অভিনেতা।

০৫ ০৭
পঙ্কজ ত্রিপাঠী- গোপালগঞ্জের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলে বর্তমানে রাজ করছেন অনুরাগীদের মনে। পঙ্কজ ত্রিপাঠীকে এক নামে চেনে বলিউড। জানেন কি, তাঁরও জন্মসূত্রে শিকড় জড়ানো বিহারেই। জনপ্রিয়তার শিখরে গিয়েও ভুলে যাননি নিজের জন্মভূমিকে। তাই প্রায় প্রতিবছরই ছটপুজোর মরশুমে স্ত্রী এবং পরিবারকে নিয়ে ফিরে আসেন নিজের গ্রামে।

পঙ্কজ ত্রিপাঠী- গোপালগঞ্জের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলে বর্তমানে রাজ করছেন অনুরাগীদের মনে। পঙ্কজ ত্রিপাঠীকে এক নামে চেনে বলিউড। জানেন কি, তাঁরও জন্মসূত্রে শিকড় জড়ানো বিহারেই। জনপ্রিয়তার শিখরে গিয়েও ভুলে যাননি নিজের জন্মভূমিকে। তাই প্রায় প্রতিবছরই ছটপুজোর মরশুমে স্ত্রী এবং পরিবারকে নিয়ে ফিরে আসেন নিজের গ্রামে।

০৬ ০৭
গুরমীত চৌধুরী- টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ হলেন গুরমীত চৌধুরী। দীর্ঘ কর্মজীবন মুম্বইতে কাটলেও ভুলে যাননি ভাগলপুরের জয়রামপুর গ্রামকে। সেখানেই জন্ম গুরমীতের। প্রতিবছর ছটপুজো উদযাপন করেন তিনিও।

গুরমীত চৌধুরী- টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ হলেন গুরমীত চৌধুরী। দীর্ঘ কর্মজীবন মুম্বইতে কাটলেও ভুলে যাননি ভাগলপুরের জয়রামপুর গ্রামকে। সেখানেই জন্ম গুরমীতের। প্রতিবছর ছটপুজো উদযাপন করেন তিনিও।

০৭ ০৭
মোনালিসা- ছোট পর্দা থেকে বড়পর্দা, দীর্ঘ কর্মজীবনে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী। জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু প্রতিবছরই কাছের মানুষদের সঙ্গে ছটপুজোয় সামিল হতে দেখা যায় মোনালিসাকে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

মোনালিসা- ছোট পর্দা থেকে বড়পর্দা, দীর্ঘ কর্মজীবনে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী। জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু প্রতিবছরই কাছের মানুষদের সঙ্গে ছটপুজোয় সামিল হতে দেখা যায় মোনালিসাকে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE