38 year old Actress Divya Sreedhar marries 49 years old actor and motivational speaker Kris Venugopal before Diwali dgtl
Celebrity Wedding During Diwali
১১ বছরের বড় মোটিভেশনাল স্পিকারকে বিয়ে নায়িকার, ছকভাঙা বিয়ে নজর কাড়ল উৎসবের মরসুমে
দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। এ সবের মধ্যেই সম্প্রতি নজর কাড়ল মালয়ালম ইন্ডাস্ট্রির দুই তারকার বিয়ে। এই শুভ সময়ে ছকভাঙা বিয়ের খবর মন জয় করেছে অনেকেরই।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২২:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। পাশাপাশি, অনেকের ব্যক্তিগত জীবনেও তৈরি হচ্ছে আনন্দের মুহূর্ত। কেউ মা হচ্ছেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিচ্ছেন কেউ, আবার কেউ বিয়ে করছেন। এ সবের মধ্যেই সম্প্রতি নজর কাড়ল মালয়ালম ইন্ডাস্ট্রির দুই তারকার বিয়ে। এই শুভ সময়ে ছকভাঙা বিয়ের খবর মন জয় করেছে অনেকেরই।
০২০৮
৪৯ বছর বয়সি অভিনেতাকে বিয়ে করলেন ৩৮-এর অভিনেত্রী। নবদম্পতি ক্রিস ভেনুগোপাল এবং দিব্যা শ্রীধর। দু'জনেই মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ছোটপর্দা বা বড়পর্দা, বর-কনের জনপ্রিয়তা কম নয়। ক্রিস অবশ্য পাশাপাশি মোটিভেশনাল স্পিকার এবং আইনজীবীও।
০৩০৮
বিয়েতেও নিজের বেশ পরিবর্তন করেননি ক্রিস। লম্বা সাদা দাড়ি আর লম্বা চুল, ঊর্ধাঙ্গ পোশাকবিহীন। অন্য দিকে, দিব্যার পরনে ঐতিহ্যবাহী পোশাক। দক্ষিণী শাড়িতে সেজেছিলেন কনে।
০৪০৮
দীপাবলির আগের দিন, গত ৩০ অক্টোবর মন্দিরে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পরে মন্দিরের বাইরে হাত ধরে হাঁটতে দেখা যায় দু'জনকেই। যুগলের আলাপ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে।
০৫০৮
তবে কেবল কর্মজীবনের কারণে নয়। দিব্যা মাঝেমধ্যেই খবরের শিরোনাম দখল করেছেন ব্যক্তিগত কারণেও। দ্বিতীয় বার বিয়ে করলেন দিব্যা। অভিনেত্রীর দ্বিতীয় বিয়েতে তাঁর সন্তানরাও অংশ নিয়েছিলেন।
০৬০৮
অনুরাগীদের অভিনন্দনের পাশাপাশি কটাক্ষেরও শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে। একে দ্বিতীয় বিয়ে, তাতে পাত্র ১১ বছরের বড়, সব মিলিয়ে ভ্রু কোঁচকাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাংশ।
০৭০৮
ক্রিস ভেনুগোপালের সঙ্গে শুরুর দিকে কেবল বন্ধুত্বের সম্পর্ক ছিল দিব্যার। ক্রিসের সভায় যোগ দিতেন তিনি। পরবর্তী কালে তাঁকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস। গুরুবায়ুর মন্দিরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।
০৮০৮
প্রথম স্বামীর সঙ্গে দিব্যার দুই সন্তান। তাঁদের সম্মতি নিয়ে তবেই এই বিয়েতে রাজি হয়েছেন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, তাঁর সন্তানরা এত দিনে বাবা পেয়েছে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।