টিভিএস মোটর কোম্পানি চিরকালই নিত্যনতুন প্রযুক্তির প্রয়োগ করে তাদের তৈরি স্কুটারে। সম্প্রতি এই সংস্থা এনেছে ভারতের প্রথম ব্লুটুথ সংযোগকারী স্কুটার। সঙ্গে রয়েছে এর কারিগরি ও বহিরঙ্গের চমক।
১২৪.৮ সি স্যার ইঞ্জিন রয়েছে তাঁদের নতুন NTORQ 125 রেস এডিশনে। এই রেস এডিশনের আর এক বৈশিষ্ট্য তার রঙের বাহার। এই স্কুটার এখন দু’টি রঙের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে- হলুদ আর কালো। এ ছাড়াও মিলবে লাল ও কালো রঙের কম্বিনেশনে। এই এডিশনের সঙ্গে থাকা ফুয়েল ইঞ্জেকশন কারিগরি স্কুটারের চালিকাশক্তি বাড়ায়- যা তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। টিভিএস-এর রেসিং পেডিগ্রি স্কুটারের গুণমানকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
আরও পড়ুন: একশো ভাগ যাত্রী-নিরাপত্তা টয়োটার আর্বান ক্রজারে
প্রস্তুতকারকদের দাবি, এই গাড়িটি এ কালের প্রজন্মের ইউনিসেক্স ফ্যাশনের অঙ্গ হয়ে উঠবেই। এর দামও রয়েছে একেবারে সাধ্যের মধ্যেই- ৭৪ হাজার টাকার একটু বেশি। তবে এটা কিন্তু দিল্লির দাম। কলকাতার দামটা এখানকার শোরুমে গিয়ে দেখে নেবেন। ও হ্যাঁ, বলাই হয়নি- এই স্কুটারে চলার সময় এক লিটার তেল ভরলে, তা যেন শেষ হতেই চায় না!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy